বাংলা হান্ট ডেস্কঃ কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যবাসীর সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছে। রাজ্য তো বটেই, দেশের একাধিক জায়গাতেও জনপ্রিয়তা অর্জন করেছে এই স্কিম। আজ যদিও লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং রাজ্য সরকারের অন্য আর একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে।
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) দুর্দান্ত স্কিম
গত ১৫ জুলাই থেকে রাজ্য সরকারের এই প্রকল্পে (Government Scheme) আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর অবধি। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন প্রত্যেক বছর ২৪,০০০ টাকা অবধি আর্থিক সহায়তা করা হয়ে থাকে। অর্থাৎ সেই হিসেবে মাসিক ২০০০ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই অনেকে এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন।
আজ যে প্রকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে তার নাম হল ঐক্যশ্রী (Aikyashree Scholarship)। এখানে অবশ্য সবাই আবেদন করতে পারে না। রাজ্য সরকারের এই স্কিম শুধুমাত্র পড়ুয়াদের জন্য। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখ সম্প্রদায়ের শিক্ষার্থীরা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ DA মামলার শুনানি না হয়েও জিতে গেল রাজ্য? সুপ্রিম কোর্টের আপডেটে হতাশায় সরকারি কর্মীরা
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এই প্রকল্পের মাধ্যমে প্রাক মাধ্যমিক, উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার জন্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। যোগ্য পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে ২ বছরের জন্য ৪৮,০০০ টাকা পেয়ে থাকেন। এমবিবিএস সহ নানান ধরণের পেশাদারী পড়াশোনার ক্ষেত্রে বিষয়ের ওপর ভিত্তি করে ৫ বছরের জন্য ২৪,০০০ টাকা করে প্রত্যেক বছর পাওয়া যায়। এছাড়া বিএডের ক্ষেত্রে ২ বছর ১৮,০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এই প্রকল্পে আবেদনের বেশ কিছু যোগ্যতা রয়েছে। এর মধ্যে অন্যতম হল আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের পড়ুয়ারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। ইচ্ছুক পড়ুয়াকে পশ্চিমবঙ্গের কোনও সরকারি অথবা সরকারি পোষিত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হতে হবে এবং শেষ পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর থাকতে হবে।