হু হু করে বাড়বে উপার্জন! আয় বাড়াতে বিরাট উদ্যোগ সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার (Government of West Bengal)। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) থেকে শুরু করে কন্যাশ্রী, একাধিক স্কিমের নাম রয়েছে সেই তালিকায়। এর অধীন উপভোক্তাদের টাকা দিতে বিপুল অর্থ খরচ হয় সরকারের। তবে সেই নিরিখে আয়ের উৎস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। এই আবহে এবার উপার্জন বাড়াতে বিরাট উদ্যোগ নিল সরকার (West Bengal Government)।

আয় বাড়াতে কী উদ্যোগ নিল রাজ্য (Government of West Bengal)?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের বুকে কমপক্ষে ৪-৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কথা ভাবছে সরকার পক্ষ। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণের খরচ সামলাতে প্রত্যেকটি পিপিপি মডেলে গড়ে তোলা হবে। পরবর্তীতে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হলে একদিকে যেমন রাজ্যে বিদ্যুতের জোগান বাড়বে, তেমনই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবে সরকার। রাজ্যের তরফ থেকে এমনটাই পরিকল্পনা করা হয়েছে বলে খবর।

সেই সঙ্গেই বিনিয়োগকারী বেসরকারি সংস্থাগুলির থেকে বিদ্যুতের বিক্রি বাবদ আয় করা টাকার লভ্যাংশও যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বাংলার বুকে এই ধরণের উদ্যোগ এই প্রথম। ইতিমধ্যেই তার সূচনা হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ অফিসে হানা দিয়েছে GST টিম! এবার ‘স্ক্যানারে’ কোন তৃণমূল বিধায়ক? শোরগোল রাজ্যে

সম্প্রতি কলকাতার বুকে আয়োজিত হয়েছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছিলেন দেশের একাধিক শিল্পপতি। তার মাস খানেক আগেই পশ্চিম মেদিনীপুরের শানবনিতে ৮০০ মেগাওয়াট সম্পন্ন দু’টি তাপবিদ্যুৎ ইউনিট তৈরি করার বরাত পেয়েছে জেএসডব্লিউ গোষ্ঠী। এই প্রকল্প রূপায়ন করতে জমির বন্দোবস্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সেখানেই ২০৩০ সালে মধ্যে ১৬,০০০ কোটি টাকা খরচ করে দু’টি তাপবিদ্যুৎ ইউনিট গড়ে তুলবে সংশ্লিষ্ট সংস্থা।

জানা যাচ্ছে, এখানে বিদ্যুৎ উৎপন্ন শুরু হওয়ার পর সবটাই ৫ টাকা ৪৫ পয়সা/ইউনিট দামে কিনে নেবে পশ্চিমবঙ্গ সরকার। শালবনির পাশাপাশি বক্রেশ্বরে আরও দু’টি ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিট (Thermal Power Unit) এবং দুর্গাপুরের ডিপিএল ও সাঁওতালডিহিতে দু’টি ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্যের।

Government of West Bengal electricity

পিডিসিএল তথা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, প্রত্যেকটি বিদ্যুৎ (Electricity) উৎপাদন ইউনিট পিপিপি মডেলে নির্মাণ করা হবে। এর মধ্যে জমি ও অ্যান্ড পশ এবং কোল হ্যান্ডলিং প্ল্যান্টের মতো দরকারি পরিকাঠামোগুলি সরবরাহ করবে তারা। অন্যদিকে অর্থলগ্নির ভার থাকবে এক অথবা একাধিক বেসরকারি সংস্থার ওপর।

তবে ওই চারটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট তৈরি হলে সেখান থেকে সরাসরি বিদ্যুৎ কিনবে না রাজ্য সরকার (Government of West Bengal)। বরং যে বেসরকারি সংস্থা বিনিয়োগ করেছে, তারাই সেগুলি বিক্রি করে উপার্জন করতে পারবেন। তবে বিদ্যুতের বিক্রি বাবদ আয় করা টাকা থেকে লভ্যাংশ পাবে পিডিসিএল। তার জন্য সব পক্ষের মধ্যে ‘রেভিনিউ শেয়ারিং এগ্রিমেন্ট’ করা হবে। আয় বাড়াতে রাজ্যের বুকে এহেন উদ্যোগ এই প্রথম বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর