বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সব মানুষ যাতে সুখে-শান্তিতে থাকেন তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সেই কারণে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ, চালু করা হয়েছে বহু প্রকল্প। বছর শেষের আগে এমনই একটি প্রকল্পে (Government Scheme) ১০ কোটি টাকা বরাদ্দ করা হল।
কোন প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ করল সরকার (Government of West Bengal)?
তেরো থেকে তিরাশি, রাজ্যের প্রায় সব মানুষের জন্যই কোনও না কোনও স্কিম চালু করেছে সরকার। এমনই একটি প্রকল্পের নাম হল আনন্দধারা (Anandadhara Scheme)। শুক্রবার এই প্রকল্পেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও মজবুত করে তুলতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে বাম জমানায় স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) প্রচলন শুরু হয়। তৃণমূল কংগ্রেসের আমলে এর ব্যাপ্তি এবং প্রসার দুই-ই বেড়েছে। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে সমগ্র দেশে পয়লা নম্বরে রয়েছে বাংলা। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ ১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ১.২১ কোটি পরিবার। এবার এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।
আরও পড়ুনঃ ঝাঁঝালো প্রশ্নে ‘নার্ভাস’ সঞ্জয়? এমন কী জিজ্ঞেস করেছিলেন বিচারক? RG Kar মামলায় ঘুরবে মোড়?
ডোকরা, মাদুর থেকে শুরু করে কাঁথা সেলাই, হোমমেড চকোলেট তৈরি, স্কুল ড্রেস বানানো সহ একাধিক কাজ করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ২০২১-২২ সালে রাজ্যের তরফ থেকে অনুদান বৃদ্ধি করা হয়েছিল। ৫০০ কোটি থেকে বাড়িয়ে তা ১০০০ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গেই স্বনির্ভর গোষ্ঠীর সম্প্রসারণের লক্ষ্যে জেলায় জেলায় একাধিক মেলা আয়োজনের উদ্যোগও নিয়েছে সরকার।
চলতি বছর থেকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সরস মেলা শুরু হয়েছে। ২০২৫ সালের শুরুতেই, আগামী ১০ জানুয়ারি থেকে দেশবন্ধু পার্ক ও ২৪ জানুয়ারি থেকে পার্ক সার্কাস ময়দানে দু’টি মেলার আয়োজন করা হবে। রিপোর্ট বলছে, প্রশাসনের হিসেব অনুসারে ২০২৪ সালে ২১টি মেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলি ১২.২১ কোটি টাকার বিক্রয় হয়েছে।
অবশ্য শুধু রাজ্যে নয়, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, গুরুগ্রাম, দিল্লি সহ জাতীয় স্তরের একাধিক মেলায় অংশগ্রহণ করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এছাড়া বিক্রি বৃদ্ধি করতে রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে ই-বিক্রয় কেন্দ্রও চালু করা হয়েছে। এছাড়া প্রত্যেক বছর ১ কোটিরও অধিক পড়ুয়াকে স্কুল ড্রেস বিতরণ করে সরকার। সেই ইউনিফর্ম সেলাইয়ের কাজও করেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা।