বেজে গেল যুদ্ধের দামামা? রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল, বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাতাসে বারুদের গন্ধ! অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ফুঁসছে পাকিস্তান। ফের প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতও। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। এই আবহে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ছুটি বাতিল করা হল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে নবান্ন।

যুদ্ধের আবহে বিরাট সিদ্ধান্ত রাজ্যের (Government of West Bengal)!

বুধবার দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর সন্ধ্যাবেলা নবান্ন থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে ‘প্যানিক’ না করার বার্তা দেন। এবার সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। শারীরিক অসুস্থতা বাদে এই মুহূর্তে কেউ ছুটি নিতে পারবে না, স্পষ্ট জানিয়েছে রাজ্য।

এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে ছুটি বাতিলের পাশাপাশি জানানো হয়েছে, কোনও সরকারি কর্মচারী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যেখানে যার পোস্টিং রয়েছে, আপাতত তিনি সেখানেই থাকবেন। একই পথে হেঁটেছে কলকাতা পুরসভাও (Kolkata Municipal Corporation)। যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য কেএমসির সকল কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ২৬ বছর পর প্রতিশোধ নিল ভারত! অপারেশন সিঁদুরে নিহত কুখ্যাত জঙ্গি আব্দুল রউফ আজহার

জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা পুরসভার সকল দফতরের আধিকারিকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কেএমসির (KMC) সকল ছুটি বাতিল। শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবিশেষ অনুমতিতেই ছুটি পাওয়া যাবে। সেই সঙ্গেই সকল বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত রাতের বেলা বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

টালা ট্যাঙ্কের সহ কেএমসির সকল স্থাপত্য ও জলাধারে বাড়তি নজরদারি, পর্যবেক্ষণ করতে হবে। দিনভর পুরসভার জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখতে হবে এবং ত্রিপল সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা সামগ্রী ও চাল, ডাল শুকনো খাবার সহ ত্রাণ সর্বদা তৈরি রাখতে হবে। দরকার হলে নতুন করে সংগ্রহ করতে হবে।

Mamata Banerjee Government of West Bengal

এছাড়া সারাদিন কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে ও সেখানে আধিকারিকদের হাজির থাকতে হবে। প্রবীণ ও গুরুত্বপূর্ণ আধিকারিকদের ফোন বন্ধ থাকলে চলবে না। রাতেও ফোন বন্ধ রাখা যাবে না। এমনই বেশ কিছু বার্তা সকল বিভাগীয় আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ‘প্যানিক’ না করার বার্তা দিলেও বেসরকারি বিদ্যালয়গুলিতে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দেওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার যুদ্ধকালীন আবহে রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হল। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন।

অন্যদিকে অপারেশন সিঁদুরের পর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের ১৫টি শহরে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান। ভারত তা ব্যর্থ করে দেয়৷ পাল্টা বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বেশ কিছু জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। যার জেরে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের সকল ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X