বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সম্প্রতি রাজ্য বাজেটের সময় ৪% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হলেও সরকারি কর্মীদের একাংশের মনে অসন্তোষ মেটেনি। এই আবহে এবার বোনাসের ঘোষণা করল রাজ্য। কোন কর্মী কত টাকা বোনাস পাবেন, কবে সেই টাকা মিলবে, সবকিছু বিশদে জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) বোনাস হিসেবে কত টাকা পাবেন?
মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বোনাস সম্বন্ধিত এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, যে সকল রাজ্য সরকারি কর্মী কোনও প্রকার প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস তথা কাজের ভিত্তিতে বোনাস পান না ও যাদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার কম (২০২৫ সালের ৩১ মার্চের নিরিখে) তাঁদের সরকারের তরফ থেকে অ্যাড-হক বোনাস দেওয়া হবে। মাথাপিছু বোনাসের সর্বোচ্চ সীমা ৬৮০০ টাকা বলে জানানো হয়েছে।
নবান্নের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, সরকারি কর্মচারী (Government Employees) পুরনো বেতন কাঠামোয় থাকুক বা নতুন, যাদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার কম, শুধুমাত্র তাঁদেরকেই অ্যাড-হক বোনাস দেবে সরকার। মুসলিম ধর্মাবলম্বী কর্মীরা ঈদের আগে সেই বোনাস পাবেন। অন্যান্য ধর্মের কর্মীদের দুর্গাপুজোর ঠিক মুখে এই বোনাস দেবে রাজ্য। আগামী ১৫-১৯ সেপ্টেম্বরের মধ্যে ওই অ্যাড-হক বোনাস প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ভয় পেলেন শুভেন্দু? ভবানীপুরে মমতাকে হারানো নিয়ে অবস্থান বদল! তোলপাড় বাংলা
এখন প্রশ্ন হল, কোন রাজ্য সরকারি কর্মী কত টাকা বোনাস (Ad-hoc Bonus) পাবেন? সেই তথ্যও জানা গিয়েছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী যত মাসের যোগ্য সেটা ১২ দিয়ে ভাগ করতে হবে। আর চলতি বছরের ৩১ মার্চের নিরিখে প্রাপ্ত মাইনের সঙ্গে সেটাকে গুণ করতে হবে। তাহলে যে অঙ্কটা আসবে, সেটাই হল ওই কর্মীর অ্যাড-হক বোনাসের পরিমাণ। তবে এই বোনাসের সর্বোচ্চ সীমা হল ৬৮০০ টাকা। অর্থাৎ উপরিউক্ত ফর্মুলায় যদি দেখা যায় কোনও কর্মচারীর বোনাসের পরিমাণ হচ্ছে ৭০০০ অথবা ৮০০০ টাকা। তা সত্ত্বেও তিনি ৬৮০০ টাকাই পাবেন।
স্থায়ী কর্মচারীর (Government Employees) পাশাপাশি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদেরও এই অ্যাড-হক বোনাস দেওয়া হবে। সেক্ষেত্রে যে সকল চুক্তিভিত্তিক কর্মী অন্তত ১২০ দিন কাজ করেছেন ও ২০২৪-২৫ আর্থিক বছরে যাদের নির্দিষ্ট মাইনে ছিল, তাঁরা এই বোনাস পাওয়ার যোগ্য। ২০২৪-২৫ আর্থিক বছরে তাঁরা মোট যে পরিমাণ মাইনে পেয়েছেন, সেটাকে ১২ দিয়ে ভাগ করলে যে অঙ্কটা পাওয়া যাব সেটা তাঁর অ্যাড-হক বোনাসের পরিমাণ। তবে এক্ষেত্রেও সর্বোচ্চ সীমা হল ৬৮০০ টাকা।