বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক ধাক্কা! আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই বিপাকে সন্দীপ ঘোষ! প্রথমে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এরপর ধর্ষণ, খুনের ঘটনাতেও তাঁকে পাকড়াও করে কেন্দ্রীয় এজেন্সি। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)!
সন্দীপকে নিয়ে কী সিদ্ধান্ত সরকারের (Government of West Bengal)?
বৃহস্পতিবার সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর ডাক্তার নন আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ! এর আগে নিয়ম অনুযায়ী, গ্রেফতার হতেই তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। এবার সামনে এল আরও বড় খবর! জানানো হল, গত ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অবধি বেতন পাবেন না সন্দীপ।
- কেন এই সিদ্ধান্ত?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সাসপেন্ড হওয়ার আগে ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অবধি, এক্সট্রা অর্ডিনারি লিভে ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার সরকার (Government of West Bengal) স্পষ্ট জানাল, ওই সময়কালের বেতন পাবেন না আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
আরও পড়ুনঃ ধর্ষণ-খুনের সঙ্গে জড়িতই নন সন্দীপ-অভিজিৎ? আদালতে যা জানাল CBI.. তোলপাড়
এদিকে আবার সন্দীপের (Sandip Ghosh) রেজিস্ট্রেশন বাতিল নিয়ে নয়া বিতর্ক মাথাচাড়া দিয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে অভিযোগ, এই রেজিস্ট্রেশন বাতিল বৈধ নয়! বলা হয়েছে, অবৈধভাবে যদি রেজিস্ট্রেশন বাতিল করা হয়, তাহলে পরবর্তীতে তা আবার ফেরতও পেয়ে যেতে পারেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
বৃহস্পতিবার চিকিৎসকদের ওই সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council) অভিযানে নেমেছিলেন। সেখানেই দাবি করা হয়, ২০২০ সালে রিটায়ার করেন রেজিস্ট্রার মানস চক্রবর্তী। এরপর ৬ মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়। কিন্তু মাঝে এতটা সময় কেটে গেলেও তাঁর মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি বলে অভিযোগ। এমতাবস্থায় তিনি যদি সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করেন, তাহলে সেটা কীভাবে বৈধ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, চাপের মুখে নিয়মের তোয়াক্কা না করেই সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তবে মনে করা হচ্ছে, এভাবে নিয়ম না মেনে রেজিস্ট্রেশন বাতিল করলে পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলে সহজেই রেজিস্ট্রেশন ফিরে পাবেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। নিয়মের কোনও ফাঁক যাতে না থাকে চাইছে ডাক্তারদের ওই সংগঠন। এই আবহে এবার সরকারের (Government of West Bengal) তরফ থেকে বেতন নিয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। এবার এই নিয়ে শুরু হয়েছে চর্চা।