সারপ্রাইস! রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৬০০০ টাকা বোনাস, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর দু’দিন। তারপরই পুজো শুরু। পুজোর সময় টানা ছুটি পান রাজ্যের সরকারি কর্মীরা (State Government Employee’s) । এবার সেই আনন্দকে দ্বিগুন করতে উপহারের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। উৎসবের মরসুমে প্রতিবারের মতো এবারেও সরকারি পরিবহণ বিভাগের কর্মীদের (Transport Department Employees) জন্য অনুদান নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার।

কত টাকা অনুদান বাড়ল?

পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান পাবেন সরকারি পরিবহণ কর্মীরা। শনিবার পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে। পুজোর মুখে এই ঘোষণায় খুশিতে আত্মহারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বোনসের আওতায় থাকা রাজ্য পরিবহণ দপ্তরের বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, জলসাথী বা দফতরের কর্মীরা সকলেই এই টাকা পাবেন।

আরও পড়ুন: কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের! সাথে বেঁধে দিলেন ডেডলাইন, দাবি পূরণ না হলে আমরণ অনশন

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সোমবারই বোনাসের টাকা পেয়ে যাবেন সরকারি পরিবহণ কর্মীরা। শনিবার সকালেই পরিবহন দফতরের তরফে কর্মীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে তাতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই বিভ্রান্তি দূর করতে রাতে ফের নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়।

nabanna wb

আরও পড়ুন: রবিতে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ওয়েদার আপডেট

সরকার (Government of West Bengal) তরফে দেওয়া নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ৬০০০ টাকা করে বোনাস পাবেন সরকারি পরিবহণ কর্মীরা। এদিকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর কুণাল ঘোষ সমাজমাধ্যমে লেখেন, ‘সূত্রের খবর, সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান ৬০০০ টাকা। কোনো বিভ্রান্তির অবকাশ নেই।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর