২ লক্ষ ক্ষতিপূরণ, হোমগার্ডের চাকরি! গণপিটুনির ঘটনায় রেয়াত নয়, এবার বিরাট পদক্ষেপ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে রাজ্যজুড়ে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বিরক্ত বলে খবর। জানা যাচ্ছে, মঙ্গলবার এই নিয়ে নবান্নে একটি বৈঠকে উষ্মা প্রকাশ করেন তিনি। এবার এই নিয়ে রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে বিরাট ঘোষণা করা হল।

মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা গণপিটুনির ঘটনা কড়া হাতে মোকাবিলা করার বার্তা দেন। একইসঙ্গে গণপিটুনির (Mob Lynching) ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের উদ্দেশে ক্ষতিপূরণ এবং চাকরির কথাও ঘোষণা করা হয়।

এদিনের সাংবাদিক বৈঠকে বলা হয়, গণপিটুনির ঘটনায় নিহতদের পরিবারের একজনকে বিশেষ হোমগার্ডের চাকরি দেওয়া হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান উপদেষ্টা আলাপন এই বিষয়ে বলেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। টাকা অথবা চাকরি দিয়ে সেই ক্ষতি পূরণ করা অসম্ভব। কিন্তু সরকারের তরফ থেকে পরিবারগুলির পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

আরও পড়ুনঃ যোগীর মতোই চলল বুলডোজার! TMC কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিল মমতার প্রশাসন

অন্যদিকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বলেন, ‘জনগণকে বলব আইন হাতে তুলে নেবেন না। যদি কোথাও কোনও রকমের সমস্যা থাকে তাহলে পুলিশকে সেই বিষয়ে জানান। কিন্তু সেটা না করে যদি আইন হাতে তুলে নেন তাহলে আমরা সেটা সহ্য করব না’।

এদিকে সম্প্রতি চোপড়াকাণ্ডের জেরে ফের একবার প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিওয় দেখা যায়, রাস্তায় ফেলে এক যুগলকে বেধড়ক মারধর করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যের প্রত্যেকটি জেলার পুলিশ সুপার এবং রেলের পুলিশ সুপারদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিষয়ে টিভি চ্যানেল এবং সমাজমাধ্যমে সচেতনতামূলক প্রচার করতে হবে। ভুয়ো খবর যাতে না রটে সেদিন নজর রাখার পাশাপাশি যদি ভুয়ো খবরের অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে উত্তেজনাপ্রবণ এলাকাগুলির দিকে বাড়তি নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর