বদলে গেল অফিসে ঢোকার নিয়ম! কড়াকড়ি নির্দেশিকা জারি রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে DA দেওয়া থেকে শুরু করে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, বেশ কিছু দাবি রয়েছে তাঁদের। এই আবহে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার DA বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্যের মহার্ঘ ভাতার হারের মধ্যে ব্যাপক ফারাক রয়ে গিয়েছে। DA নিয়ে চলতে থাকা এই টানাপোড়েনের মাঝেই এবার নয়া নির্দেশিকা জারি করা হল।

আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলার শুনানি রয়েছে। সেদিকে নজর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। আদৌ সেদিন মামলার শুনানি হবে কিনা সেই চিন্তাও ভাবাচ্ছে অনেককে। এর মাঝেই অফিসে ঢোকার নিয়মে আরও কড়াকড়ি করে দেওয়া হল। সম্প্রতি এই মর্মে জারি হয়েছে একটি নির্দেশিকা।

   

রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে সরকারের (Government of West Bengal) তরফ থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে বেশ কয়েকটি অফিসের কর্মচারীরা (West Bengal Government Employees) মোবাইল নিয়ে অফিসে ঢুকতে পারবেন না। অফিসে প্রবেশ করার আগে একটি নির্দিষ্ট জায়গায় নিজেদের ফোন জমা করে ঢুকতে হবে তাঁদের। লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর নাকি বেশ কিছু ‘ভেতরের খবর’ বাইরে বেরিয়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়! এবার আরও বিপাকে রাজ্যপাল বোস? তোলপাড় বাংলা!

জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee) একটি প্রশাসনিক বৈঠকে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। কীভাবে ‘ভেতরের খবর’ বাইরে ফাঁস হয়ে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন করেছিলেন বলে জানা যায়। এরপরেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হল এই নির্দেশিকা।

Central Government employees

এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রবেশ করার আগে মোবাইল ফোন বাইরে রাখতে হতো। তবে এবার রাজ্যের অর্থ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের ঘরে প্রবেশের ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে। সেই সঙ্গেই নিরাপত্তার বেষ্টনী আরও আঁটোসাঁটো করতে সিসিটিভির নজরদারির বিষয়টিও আরও জোরদার করার নির্দেশ করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর