সরকারি কর্মীদের পোয়া বারো! ৫ দিনের বাড়তি ছুটি ঘোষণা সরকারের! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো-ভাইফোঁটা, একটানা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। প্রত্যেক বছরই উৎসবের আবহে এই লম্বা ছুটি পান তাঁরা। তবে সরকারের (Government of West Bengal) প্রত্যেক দফতরের কর্মী এই একটানা ছুটি কিন্তু পান না। জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের উৎসবের আবহেও কাজ করে যেতে হয়। সেই কারণে সরকারের তরফ থেকে তাঁদের জন্য বছরে বিশেষ কিছু ছুটি বরাদ্দ করা থাকে।

  • ৫ দিনের ছুটি বাড়াল সরকার (Government of West Bengal)!

সেই স্পেশ্যাল ছুটির সংখ্যা নিয়েও অনেকের মধ্যে আক্ষেপ ছিল। এই ছুটি যথেষ্ট নয়, মনে হতো অনেকের। এবার এই নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আদিবাসী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকেই স্পেশ্যাল ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন।

উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) প্রায় মাস খানেক লম্বা ছুটি পান। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে কালীপুজো, ভাইফোঁটা, পরপর সব উৎসবের জন্য অফিস বন্ধ থাকে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটি পান না। এর বদলে পুজোর পর ১০ দিনের স্পেশ্যাল ছুটি দেওয়া হয় তাঁদের। এবার সেই ছুটির সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হল।

আরও পড়ুনঃ ট্যাব কেলেঙ্কারিতে জড়িত শিক্ষা দপ্তরের কেউ? ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়ে পুলিশ কী বলছে

মমতা এদিন বলেন, ‘মানুষের স্বার্থে যারা ২৪ ঘণ্টা কাজ করে চলেন, তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত’। এরপর পুলিশ কর্মী, দমকল কর্মী, স্বাস্থ্যকর্মী এবং পুরসভা কর্মীদের কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের স্পেশ্যাল ছুটির সংখ্যা ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করে দেওয়ার কথা বলেন তিনি। সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তে ওই সকল কর্মীদের মুখে হাসি ফুটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee Government of West Bengal

উল্লেখ্য, প্রত্যেক বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীরা দুর্গাপুজোর সময় থেকে লম্বা ছুটি পেয়েছেন। কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যেও বেশ কয়েকদিনের ছুটি ছিল তাঁদের। তবে উৎসবের আবহে কাজ চালিয়ে গিয়েছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এবার তাঁদের স্পেশ্যাল ছুটি ৫ দিন বাড়িয়ে দিল সরকার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর