সরকার টাকা পাঠাতেই গায়েব! আবাস যোজনা নিয়ে বিরাট অভিযোগ! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে টাকা পাঠানো হয়েছিল। তবে সেই টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার আবাস যোজনার (Awas Yojana) টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল।

উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে গায়েব আবাস যোজনার (Awas Yojana টাকা!

গত বছর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবাস যোজনার টাকা পাঠানো হয়েছে। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে রাজ্য। এবার উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে এই স্কিমের (Government Scheme) টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনা ঘটেছে।

অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার (Awas Yojana) টাকা গায়েব হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাঞ্জিপাড়ার সরকার পাড়া, নতুনপাড়া এবং শান্তিনগর গ্রামের ৯ জন উপভোক্তার অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার টাকা উধাও হয়ে গিয়েছে। কারোর অ্যাকাউন্ট থেকে ২০,০০০, কারোর ২১,৯০০, কারোর আবার ২৬,৯০০ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ স্কুল অতীত, এবার কলেজে নিয়োগ দুর্নীতি! ফের তোলপাড় রাজ্য

এই প্রসঙ্গে মহম্মদ নুরুল নামের এক উপভোক্তা বলেন, ‘আমি প্রথম ২০,০০০ টাকা তুলেছিলাম। পরে আবার টাকা তুলতে গিয়ে দেখি বাকি টাকা উধাও হয়ে গিয়েছে। কী করে এমনটা হল বুঝতে পারছি না। সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ জানানো হলে কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি। এরপর ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানাই’। আরেক উপভোক্তা আবার জানান, সরকারের তরফ থেকে টাকা পাঠানোর পর তিনি ১০,০০০ টাকা তুলেছিলেন। এরপর তিন ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে বাকি টাকা উধাও হয়ে যায়।

Awas Yojana

উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার টাকা গায়েব হয়ে যাওয়া প্রসঙ্গে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান ওবাইদুল্লা সামস বলেন, ‘লোক মুখে আমি জানতে পেরেছি। উপভোক্তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি’। গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপির সুদর্শন বিশ্বাসের দাবি, ‘প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে। এর নেপথ্যে একটি চক্র কাজ করছে। দ্রুত তদন্ত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক’।

এদিকে আবাস যোজনার (Awas Yojana) টাকা গায়েব হয়ে যাওয়া নিয়ে গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, গ্রাহকরা এই বিষয়ে লিখিত অভিযোগ জানাননি। তবে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, এই নিয়ে সাইবার থানায় অভিযোগ জমা হয়েছে এমনটা জানেন না। তবে অভিযোগ আসলে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর