বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের সময় কেন্দ্র-রাজ্য তরজার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল আবাস যোজনার প্রাপ্য টাকা না দেওয়া। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছে রাজ্য (Government Of West Bengal)। শেষ অবধি ‘একলা চলো নীতি’র সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই আবাসের টাকা মেটানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই সমীক্ষায় উঠে এল বড় খবর।
সমীক্ষার তথ্য দেখে ক্ষুব্ধ রাজ্য (Government Of West Bengal)!
আবাস যোজনার টাকা মেটানোর আগে একশো দিনের কাজের টাকা মিটিয়েছিল রাজ্য (Government Of West Bengal) । তার আগে সমীক্ষা হয়েছিল। এবার আবাসের টাকা মেটানোর আগেও সমীক্ষা হয়। সেখানেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের প্রায় ৫৫,০০০ বাড়ির তৈরির কাজ শুরু হলেও তা সমাপ্ত হয়নি। অসমাপ্ত বাড়ির কাজের নিরিখে দক্ষিণ ২৪ পরগণার নাম সবার ওপরে রয়েছে বলে খবর। এদিকে বিষয়টি সামনে আসতেই বেশ ক্ষুব্ধ হয়েছে নবান্ন।
কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখার রাজ্যের তরফ থেকে আবাসের (Awas Yojana) টাকা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য পঞ্চায়েত দফতরের মাধ্যমে আগে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষাতেই বাড়ির অসমাপ্ত কাজের তথ্য উঠে আসে। বিষয়টি নিয়ে রাজ্য বিশেষ সন্তুষ্ট নয় বলে খবর।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিতে চাই! কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন ‘এরা’! পরিচয় ‘ফাঁস’ করতেই তোলপাড়
এদিকে আমলাদের একাংশের অনুমান, টাকা বরাদ্দ সত্ত্বেও কাজ সম্পূর্ণ না করতে পারাটা প্রশাসনিক গাফিলতি। এদিকে সমীক্ষার রিপোর্ট বলছে, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৮,৪৯৯টি বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়নি। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নাম অসমাপ্ত বাড়ি তৈরির তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বলে খবর। এই দুই জেলায় যথাক্রমে ৫৬২৮টি এবং ৫৫৫৬টি বাড়ির কাজ অসমাপ্ত রয়েছে। বীরভূম এবং পুরুলিয়ার নামও অসমাপ্ত বাড়ির তালিকায় রয়েছে বলে খবর। সমীক্ষায় এই তথ্য উঠে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
উল্লেখ্য, আবাস যোজনার প্রাপ্য টাকা না মেটানো নিয়ে রাজ্যের (Government Of West Bengal) তরফ থেকে কেন্দ্রকে একাধিকবার নিশানা করা হয়েছে। শেষ অবধি একশো দিনের কাজের মতো এই প্রকল্পেও ‘একলা চলো নীতি’ অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই অনুযায়ী টাকা মেটানোর প্রস্তুতি শুরু করল রাজ্য।