বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং সরকারের (Government of West Bengal) মধ্যে ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। অনেকে আশা করেছিলেন, বড়দিনের আবহে হয়তো মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তেমনটা হয়নি। এসবের মাঝেই বড় ‘সুখবর’ দিয়ে দিল রাজ্য।
রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!
বড়দিনের আবহে ডিএ বৃদ্ধির সুখবর না পেলেও, রাজ্য সরকারি কর্মীদের একাংশের দীর্ঘদিনের একটি দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই জানেন, বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম রয়েছে। এবার সেই নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই হেলথ স্কিমের অধীন এবার আরও বেশি হাসপাতালকে যুক্ত করা হল।
রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত নানান সরকারি কর্মীরা (Government Employees) এই নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেওয়া হল। এবার রাজ্যের হেলথ স্কিমে যুক্ত করা হল আরও ১৩টি বেসরকারি হাসপাতাল।
আরও পড়ুনঃ চাপ কমবে হাওড়া-কলকাতা সংযোগকারী ২ সেতুর! যুগান্তকারী সিদ্ধান্ত পরিবহণ দফতরের
জানা যাচ্ছে, এতদিন অবধি রাজ্যের হেলথ স্কিমের (Health Scheme) অধীন যে সকল হাসপাতাল এবং নার্সিংহোম ছিল, সেগুলির অধিকাংশই কলকাতা ও শহরতলিতে স্থিত। ফলে উত্তরবঙ্গের নানান জেলায় কর্মরত রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের অধীন চিকিৎসা করাতে হলে বহু সময় সমস্যার সম্মুখীন হতে হতো। সেই কারণে উত্তরের নানান জেলায় কর্মরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ দীর্ঘদিন ধরেই রাজ্যের হেলথ স্কিমের অধীন সেখানকার আরও কয়েকটি হাসপাতাল যুক্ত করার দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি মেনে নেওয়া হল।
জানা যাচ্ছে, হেলথ স্কিমের আওতায় নতুন যে ১৩টি হাসপাতাল নিয়ে আসা হয়েছে, তার মধ্যে ৭টিই উত্তরবঙ্গের। এর মধ্যে মালদার ৩টি, দক্ষিণ দিনাজপুরের ২টি, শিলিগুড়ির ১টি এবং আলিপুরদুয়ারের ১টি বেসরকারি হাসপাতাল রয়েছে বলে খবর।
উল্লেখ্য, রাজ্যের হেলথ স্কিমের অধীন বাংলার কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা (Government Employees) চিকিৎসা করানোর সুবিধা পান। রিপোর্ট বলছে, এই প্রকল্পের অধীন কর্মীরা নিজেদের জন্য ২ লাখ এবং নিজেদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অবধি ক্যাশলেস সুবিধা পেয়ে থাকেন। এবার এই হেলথ স্কিম নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হল।