বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিল স্কিম নিয়ে বিতর্কের শেষ নেই! কখনও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে, কখনও আবার দুর্নীতি। এই আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মিড ডে মিল প্রকল্প (Mid Day Meal Scheme) এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর
মিড ডে মিল (Mid Day Meal Scheme) নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল?
রিপোর্ট অনুসারে, মিড ডে মিল প্রকল্প নিয়ে এবার সোশ্যাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই এই মর্মে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় জেলায় এই অডিট শুরু হবে। প্রশাসনিক সূত্রে খবর, মিড ডে প্রকল্পে যে অসঙ্গতি রয়েছে তা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ‘মিড ডে মিল প্রকল্পে রাজ্যের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কিছু ঘটনায় শিশুদের নিম্নমানের খাবার পরিবেশন করা হতো। যা নির্ধারণ করা ডায়েটের সঙ্গে মেলে না। কিছু ঘটনায় আবার শিক্ষা প্রতিষ্ঠানের যুক্ত ব্যক্তিরা টাকা এবং খাদ্যসামগ্রী হাতানোর জন্য বিল নিয়ে ফাঁকি দিয়েছেন’।
আরও পড়ুনঃ আরজি কর মামলায় ধার্য হতে পারে চার্জ গঠনের দিন! চার্জশিটে সঞ্জয়ের নাম, আর কোন কোন দিকে নজর?
জানা যাচ্ছে, জেলা পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট বিভাগ এবং অন্যান্য বিভাগের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাওয়া হবে। সেখানে গিয়ে তারা দেখবে কোনও অসঙ্গতি রয়েছে কিনা। প্রশাসনিক সূত্রের কথায়, ‘যদি এমন কোনও ঘটনা জানা যায়, তাহলে তারা প্রশাসনের কাছে রিপোর্ট করবে। সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে’।
মিড ডে মিলের (Mid Day Meal Scheme) পাশাপাশি রেশন দোকানের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ নিয়েও সোশ্যাল অডিট করা হবে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে একজন অফিশিয়াল আধিকারিক বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে, রেশন ডিলারদের একাংশ উপভোক্তাদের কম পরিমানের খাদ্যশস্য বিতরণ করছেন। সেই সঙ্গেই জানা গিয়েছে ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে কিছু রেশন ডিলার সরকারের থেকে অধিক পরিমাণ রেশন নিচ্ছেন এবং সেগুলি খোলা বাজারে অবৈধভাবে বিক্রি করছেন’। তিনি বলেন, কিছু ডিলারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সোশ্যাল অডিটের মাধ্যমে বৃহৎ ক্ষেত্রে কোনও অসঙ্গতি রয়েছে কিনা তা জানা যাবে।