IAS সেলিম অতীত! রাজ্যের সংখ্যালঘু বিত্ত নিগমের নয়া চেয়ারম্যান কে? জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ ফের রদবদলের ঘোষণা! এবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে বদল আনা হল (Government of West Bengal)। এতদিন ওই দায়িত্ব সামলাচ্ছিলেন পিবি সেলিম (P.B Salim)। তবে এবার তাঁকে সরিয়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হল এক তৃণমূল (Trinamool Congress) বিধায়কের হাতে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। সেলিম নিজেই এই রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

ফের রদবদলের সিদ্ধান্ত নবান্নর (Government of West Bengal)!

রাজ্যের সংখ্যালঘু দফতরের প্রধান সচিব হলেন আইএএস সেলিম। এতদিন সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে এবার সেই অতিরিক্ত দায়িত্ব হ্রাস করা হল। সেলিমের পরিবর্তে রাজ্য সংখ্যালঘু বিত্ত নিগমের নতুন চেয়ারম্যান করা হল রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মোশারফ হোসেনকে।

মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে বেশ কিছু বদলের ঘোষণা করা হয়েছে। পুরনো কমিটি থেকে প্রায় প্রত্যেককেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩১ জুলাই অবধি এমনটাই থাকবে। এদিকে এই বিজ্ঞপ্তি জারি হতেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। আচমকা কেন এই সিদ্ধান্ত নিল নবান্ন (Government of West Bengal)? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ ‘নজরদারি কোথায়?’ বেআইনি নির্মাণ নিয়ে ‘ক্ষুব্ধ’! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

এই বিষয়ে সংখ্যালঘু দফতর সূত্রে জানা যাচ্ছে, পিবি সেলিমের দায়িত্ব বেশি হয়ে গিয়েছিল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখে সংখ্যালঘু বিত্ত নিগমে এই পরিবর্তন আনা হল। সেলিমের পরিবর্তে সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান করা হল উত্তরবঙ্গের সংখ্যালঘু তৃণমূল নেতা তথা বিধায়ক মোশারফকে। পর্যবেক্ষকদের একাংশের মতে, এর নেপথ্যে রাজনৈতিক অঙ্ক রয়েছে।

Government of West Bengal P.B Salim Mosaraf Hussen

নবান্নের (Government of West Bengal) এই সিদ্ধান্তের ফলে নয়া দায়িত্ব পেলেন ইটাহারের বিধায়ক। মোশারফ এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী আমি রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন করতে অলিগলিতে যেতে চাই। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজেও অনেক পদক্ষেপ নিয়েছেন। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেই কারণে আমায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষের চাহিদা বুঝে আমি কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর