আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা! তরুণী চিকিৎসকের মৃত্যুর পর বিরাট সিদ্ধান্ত রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে শিউড়ে উঠেছে গোটা দেশ। হাসপাতালের ভেতর একজন তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত উত্তাল গোটা রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি চেয়েছেন। এই আবহেই এবার আরজি কর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)।

আরজি কাণ্ডের পর কী কী সিদ্ধান্ত নিল নবান্ন (Government of West Bengal)?

শুক্রবার শহর কলকাতার ওই হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। এই পরিস্থিতিতে শনিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। খোদ মুখ্যমন্ত্রী সেই বৈঠকের নির্দেশ দিয়েছিলেন বলে খবর। এদিন হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর সম্বন্ধিত বিষয়ে এই জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।

   

নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, এই বৈঠকে বেলগাছিয়া ট্রাম ডিপোয় আরজি কর হাসপাতালের হস্টেলের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে যে বিল্ডিং তৈরি হবে, সেখানে নিহত চিকিৎসকের স্মৃতিতে একটি ফ্লোর থাকবে বলে খবর। তবে নির্যাতিতার নাম যেহেতু প্রকাশ্যে আনা যায় না, সেই কারণে ওই ফ্লোরের নাম কী দেওয়া হবে সেটা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে।

আরও পড়ুনঃ তৃণমূলের ‘দাদা’দের দুর্নীতি? ভিডিও করে পাঠান অভিষেককে, নম্বর দিলেন TMC সেনাপতি

আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গেই মহিলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয় নিয়েও উদ্বিগ্ন অনেকে। জানা যাচ্ছে, নবান্নের বৈঠকে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।

Nabanna Government of West Bengal

সূত্রের খবর, হাসপাতালের প্রত্যেকটি ইন এবং আউট গেটে সিসিটিভি বাড়ানো হবে। সেই সঙ্গেই প্রত্যেকটি গেটের নিরাপত্তাও বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ে সচেষ্ট রাজ্য (Government of West Bengal)। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও এখনও অবধি সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর