বাংলা হান্ট ডেস্কঃ সমুদ্রসৈকত শুধু নয়, এবার দিঘায় পর্যটকদের অন্যতম আকর্ষণ হতে চলেছে জগন্নাথ ধাম (Jagannath Temple)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ও পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে সেখানে গড়ে উঠছে এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘার বুকে এই জগন্নাথ ধাম নির্মিত হচ্ছে। এবার সেখানকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই নেওয়া হল বড় উদ্যোগ।
জগন্নাথ ধামের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)!
দিঘার জগন্নাথ ধামের কাজ প্রায় শেষের মুখে। ২০ একর জমিতে এই মন্দির নির্মিত হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী ৩০ এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হবে। তবে তার আগে জগন্নাথ ধামের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় উদ্যোগ নিল নবান্ন।
জানা যাচ্ছে, দিঘার জগন্নাথ মন্দিরে পুরীর মতোই ভিড় হবে বলে মনে করা হচ্ছে। সেদিকে নজর রেখে এবার নিরাপত্তা আঁটোসাঁটো করার পদক্ষেপ নেওয়া হল। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দিঘায় জগন্নাথ মন্দিরের অদূরেই তৈরি হবে পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে (Government of West Bengal)। সেই সঙ্গেই খবর, এর জন্য শূন্যপদে নিয়োগের অনুমোদনও হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ফাঁস হবে সব অজানা ‘কীর্তি’? পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তাঁর ‘এই’ আত্মীয়! তোলপাড় বাংলা
এদিকে দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Dham) উদ্বোধনের দিনক্ষণ সামনে আসতেই এই নিয়ে পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করেছে। সেই কারণে সেসব কথা মাথায় রেখে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে আগেভাগে পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরের কাজ কতখানি এগোল সেটা দেখতে গত বছর ডিসেম্বর মাসে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় নিজে। সেই সময় তিনি জানিয়েছিলেন, জেলা পরিষদের গেস্ট হাউসেই পুলিশ ফাঁড়ি তৈরি হবে (Government of West Bengal)। এবার সেখানেই পুলিশ ফাঁড়ি তৈরি হয় নাকি অন্য কোথাও সেটাই দেখার।