বাংলা হান্ট ডেস্কঃ মা আসছে। আর মাসখানেকের অপেক্ষা। এরপরেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি। মহালয়া আসতে আর একমাসও বাকি নেই। এর মাঝেই রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীরা পেলেন বড় সুখবর। সোমবার অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মীদের বড় সুখবর দিল রাজ্য সরকার (Government of West Bengal)
গতকাল রাজ্য অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এতদিন অবধি সরকারি কর্মীদেরা (State Government Employees) ১৭টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো। হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তাঁরা। স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাঁদের দিত সরকার। তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হল।
- কী কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা?
সম্প্রতি জানানো হয়েছে, এবার থেকে রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীরা স্কিৎজোফ্রেনিয়া, হ্যালুসিনেশনের মতো মোট ৬ ধরণের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার, আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে খরচ পাবেন। সাম্প্রতিক অতীতে এই ধরণের রোগ বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি কর্মীরা এতদিন নিউরোসাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে আউটডোরে অথবা প্রাইভেটে চিকিৎসা করালে খরচ পেতেন না। তাই এবার তাঁদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে অশান্ত বাংলা! রাজ্যকে বাঁচাতে ৩৫৫ ধারা জারির আর্জি, আইনমন্ত্রীকে চিঠি সৌমিত্রর
উল্লেখ্য, এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা (Government Employees)। তবে এই ধরণের অসুখের ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হতে হয় না। বাড়িতে রেখেও চিকিৎসা করা যায়। ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগুনতি সরকারি কর্মচারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝেমধ্যেই সরকারের তরফ থেকে নানান সিদ্ধান্ত নেওয়া হয়। মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়াও এরই একটি নিদর্শন। শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও যে রাজ্য সরকারের (Government of West Bengal) কড়া নজর রয়েছে তা এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার। সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার বহু সরকারি কর্মীর উপকার হবে বলেই অনুমান করা হচ্ছে।