‘৭ দিনের মধ্যে…’! স্কুল শিক্ষকদের জন্য বিরাট খবর! পুজোর আগেই জারি নয়া নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। মা আসতে আর বেশিদিন বাকি নেই। অক্টোবর মাসের শুরু থেকেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি। এই আবহে এবার সরকারি স্কুল শিক্ষকদের জন্য দারুণ সুখবর (Government of West Bengal)। উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই জেলায় জেলায় পাঠানো হল নয়া নির্দেশিকা।

  • স্কুল শিক্ষকদের জন্য বড় খবর (Government of West Bengal)!

সরকারি স্কুল শিক্ষকদের পেনশন নিয়ে জটিলতা আজকের নয়। সম্প্রতি শিক্ষক দিবসের দিন এই নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবার সেই নির্দেশ কার্যকর করতেই জেলায় জেলায় পাঠানো হল নির্দেশিকা! জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে রাজ্যের প্রত্যেকটি জেলার স্কুল ইনস্পেক্টরদের কাছে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

   
  • চিঠিতে কী বলা হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, নকুল চন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার প্রেক্ষিতে বিকাশ ভবন থেকে এই চিঠি পাঠানো হয়েছে (Government of West Bengal)। সেখানে রাজ্যের প্রত্যেক জেলার স্কুল ইনস্পেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সার্ভিসে কিছুদিনের ঘাটতি থাকা শিক্ষকদের বিশদ তথ্য বিকাশ ভবনে পাঠাতে হবে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ! শুক্র থেকে শুরু বৃষ্টির তাণ্ডব! আজ কোন কোন জেলা ভিজবে?

উল্লেখ্য, পেনশনের ক্ষেত্রে বহুদিন ধরেই শিক্ষা দফতরের নিজের বিধি আছে। সরকারি অবসরকালীন ভাতার সুবিধা পেতে গেলে সেখানে একটানা ১ বছর চাকরি করার কথা বলা ছিল। তবে কেউ যদি ৯ বছর ৬ মাস অথবা তার বেশি চাকরি করেন, তাহলেও তিনি এই সুবিধা পেতেন। তবে গত কয়েকটা সময়ে এই নিয়ম নিয়েই বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। যে কারণে আদালতে দ্বারস্থ হয়েছেন বহু শিক্ষক (School Teacher), শিক্ষাকর্মী।

Government of West Bengal School teacher

এই আবহে শিক্ষক দিবসের দিন পেনশন (Pension) নিয়ে বড় ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রিপোর্ট অনুযায়ী, তিনি বলেন, নিরবিচ্ছিন্ন ৯ বছর ৬ মাস তথা ১০ বছরের কম চাকরি করলেও শিক্ষা দফতরের ক্ষমতাবলে ওই শিক্ষক, শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে নিয়ে আসা হবে। সরকারের এই ঘোষণার ফলে অগুনতি শিক্ষক, শিক্ষিকার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের (Government of West Bengal) শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেনশন পেতে গেলে আইন অনুসারে অন্তত ১০ বছর একটানা কাজ করতে হয়। তবে কেউ যদি এর কম কাজ করেন, তাহলে শিক্ষা দফতর এই ক্ষমতাবলে পেনশন প্রদান করতে পারে। তবে সংস্থান থাকলেও সেটা মানা হতো না। যে কারণে শিক্ষক, শিক্ষাকর্মীদের আদালতের দ্বারস্থ হতে হতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এইরকম কোনও জটিলতা সামনে এলে শিক্ষা দফতর আবেদনের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের পেনশনের অনুমোদন দেবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর