বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পর থেকেই সরকারি জমি পুনরুদ্ধার নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কড়া বার্তাও দিয়ে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার নবান্নর তরফ থেকে জারি করা হল নয়া নির্দেশিকা। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে যা বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সরকারি কর্মীদের উদ্দেশে ‘কড়া’ বার্তা রাজ্যের (Government of West Bengal)
সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর থেকে একাধিক ‘অ্যাকশন’ নেওয়া হয়েছে। এবার এমন বিএলআরও-দের কড়া পদক্ষেপ নিল রাজ্য। সম্প্রতি কলকাতার বিএলআরও সহ এক ধাক্কায় ১৮০ জনেরও বেশি বিএলআরও-র বদলির নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। কয়েকজনকে আবার কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে নানান জেলায় বদলি সংক্রান্ত এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ১২ জুলাইয়ের মধ্যে ট্রান্সফার হওয়া বিএলআরও-দের রিলিজ করতে হবে। অর্থাৎ শুক্রবারের মধ্যে তাঁদের রিলিজের নির্দেশ দিয়েছে নবান্ন।
আরও পড়ুনঃ গরম শেষে স্বস্তির বৃষ্টি! কতদিন ভিজবে কলকাতা? শুক্রেই মেগা আপডেট দিল হাওয়া অফিস
জানা যাচ্ছে, কলকাতার বিএলআরও-র (BLRO) পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া সহ সব জেলার বিএলআরও-দের নাম এই বদলির তালিকায় রয়েছে। সেই সঙ্গেই রেভিনিউ অফিসারদের ট্রান্সফারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। ওয়াকিবহাল মহলের কথায়, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অধীনে এটি সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বদলি।
উল্লেখ্য, সম্প্রতি বিএলআরও-দের ভূমিকা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। এরপরেই চোখে পড়ে তৎপরতা। নবান্ন সূত্রে জানা জাচ্ছে,নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তার ভিত্তিতেই বিএলআরও এবং রেভিনিউ অফিসারদের এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।