মুখ্যসচিব অতীত! গোপালিকাকে ৩টি বড় পদে বসাল মমতা সরকার! জারি নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যসচিব তিনি। গত ৩১ আগস্ট অবসর গ্রহণ করেছেন ভগবতী প্রসাদ গোপালিকা ওরফে বিপি গোপালিকা। নতুন মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। এবার প্রাক্তন মুখ্যসচিবকে বড় ‘পুরস্কার’ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government of West Bengal)। একইসঙ্গে অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি পদ দেওয়ার ধারাও বজায় রাখা হল!

  • মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সহ ২টি সরকারি (Government of West Bengal) পদে গোপালিকা

গত শনিবার গোপালিকা কর্মজীবন শেষ হয়েছে। যদিও ৩ মাস আগেই তিনি অবসর নিয়েছিলেন। গত ৩১ মে অবসর নেন তিনি। এরপর তাঁর মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিল রাজ্য। ৩ মাসের মেয়াদ বৃদ্ধির আর্জি জানানো হয়েছিল সেবার। কেন্দ্র সেই আবেদন মঞ্জুর করায় কাজ চালিয়ে যাচ্ছিলেন গোপালিকা। ৩১ আগস্টের আগে ফের একবার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন জানায় রাজ্য। তবে এবার আর কেন্দ্র সেই আর্জি মঞ্জুর করেনি। ফলে মুখ্যসচিবের পদ ছাড়তে হয় গোপালিকাকে (BP Gopalika)। এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সহ ২টি সরকারি পদে বসানো হল।

   
  • কোন কোন পদ পেলেন সদ্য প্রাক্তন মুখ্যসচিব?

সম্প্রতি রাজ্যের কর্মিবর্গ দফতরের সচিব জগদীশ প্রসাদ মিনা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি রাজ্য জাতীয় সড়ক উন্নয়ন নিগমের ডিরেক্টর এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদে (Government of West Bengal) বসানো হয়েছে গোপালিকাকে।

আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! একধাক্কায় বেতন বাড়বে ১৯,২০০! মালামাল হবেন এই সরকারি কর্মীরা

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের একাধিক অবসরপ্রাপ্ত আমলা এবং পুলিশ কর্তাদের রিটায়ারমেন্টের পর বিশেষ পদে আসীন করা হয়েছে। এমন বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। সদ্য প্রাক্তন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পাশাপাশি এবার ২টি গুরুত্বপূর্ণ সরকারি পদ দেওয়া হল তাঁকে।

Government of West Bengal BP Gopalika

এর আগে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য পুলিশের সাবেক ডিজি মনোজ মালব্য, একাধিক প্রাক্তন আমলা, পুলিশ কর্তাকে অবসরের পর নতুন পদে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government of West Bengal)। এই নিয়ে আবার প্রশ্ন উঠতেও শুরু করেছে। অবসর নেওয়ার পরেই নতুন দায়িত্ব! পদে থাকার সময় সরকারি আনুগত্যের জন্যই কি তাহলে এই ‘পুরস্কার’? বিপি গোপালিকা ৩টি পদ পাওয়ার পর ফের একবার মাথাচাড়া দিয়েছে এই চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর