বাবুল থেকে চন্দ্রিমা, রাজ্যের মন্ত্রীসভায় একাধিক রদবদল! নতুন দায়িত্ব পেলেন কারা?

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বুধবার নবান্নর (Government of West Bengal) তরফ থেকে নির্দেশিকা জারি করা হল। লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের মন্ত্রীসভায় রদবদলের ইঙ্গিত মিলেছিল। কোনও কোনও নতুন মন্ত্রীর হাতে নয়া দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল। অবশেষে সামনে এই সেই মন্ত্রীদের নাম।

বাড়তি দায়িত্ব পেলেন রাজ্যের (Government of West Bengal) কোন কোন মন্ত্রী?

জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে রাজভবনে রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ফাইল সই করে ছাড়তেই মন্ত্রীদের রদবদলের তালিকা প্রকাশ করা হল। নবান্নর তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুসারে, পার্থ ভৌমিকের পর সেচ দফতরের নতুন মন্ত্রী হলেন মানস ভুঁইয়া (Manas Bhunia)। এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছেন পার্থ। এবার সেচ দফতরের দায়িত্ব সামলাবেন মানস।

আরও পড়ুনঃ বাংলাদেশ কাণ্ড নিয়ে পোস্ট? এবার আসতে পারে পুলিশের ফোন! বিপদে পড়ার আগে জানুন

জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন সবংয়ের বিধায়ক। এবার থেকে সেচ ও জলপথ পরিবহণ দফতরের দায়িত্ব সামলাতে হবে মানসকে। বাড়তি দায়িত্ব পেয়েছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও (Chandrima Bhattacharya)। এতদিন স্বাস্থ্য দফতর ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। এবার চন্দ্রিমাকে পরিবেশ দফতরের নতুন মন্ত্রী করা হল।

এদিকে পরিবেশ দফতরের মন্ত্রী গুলাম রব্বানিকে অচিরাচিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হল। মানস, চন্দ্রিমার মতো দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। এতদিন অবধি তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব সামলাতেন তিনি। এবার বালিগঞ্জের বিধায়কের হাতে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও তুলে দেওয়া হল।

Nabanna Government of West Bengal

অন্যদিকে সোমবার কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। সেই দফতরের (Government of West Bengal) দায়িত্ব কাকে দেওয়া হবে তা দেখার জন্য আগ্রহী ছিলেন অনেকে। তবে আপাতত সেই দফতরে নতুন কারোর নাম ঘোষণা করা হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর