ধাক্কা খেল সরকার! সম্পত্তি বিক্রি করতে পারবে না রাজ্য! বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের বড় ধাক্কা খেল রাজ্য! হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মামলায় শুক্রবার বড় নির্দেশ দিলেন বিচারপতি শম্পা সরকার। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, কলকাতা পুরসভার অধীন নিজেদের কোনও স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার।

  • হলদিয়া পেট্রোকেম সম্বন্ধিত মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)!

উচ্চ আদালতের তরফ থেকে আরও জানানো হয়েছে, ক্যামাক স্ট্রিটে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিয়মের ‘প্রতীতি’ ভবনও বিক্রি, হস্তান্তর অথবা লিজ দেওয়া যাবে না। নতুন বছরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আগামী ৩ জানুয়ারি আবার এই মামলার শুনানি হবে। জাস্টিস সরকারের (Justice Shampa Sarkar) নির্দেশ, সেই দিন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জানাতে হবে।

শুক্রবার হলদিয়া পেট্রোকেম সম্বন্ধিত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মামলায় রাজ্যকে (Government of West Bengal) এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পেট্রোকেমের শেয়ার হস্তান্তর সম্বন্ধিত চুক্তি অনুসারে সংশ্লিষ্ট সংস্থাটি রাজ্যের থেকে প্রায় ২০০০ কোটি টাকা পায়। সেটা না পাওয়ায় তারা আইনি পথে হাঁটেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফ থেকে সংস্থার পক্ষে রায় দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্যকে টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে ওই মামলা কলকাতা হাইকোর্টে পাঠায়। শুক্রবার উচ্চ আদালতে শুনানি ছিল।

আরও পড়ুনঃ কোচবিহারে ভ্যানিস নিশীথ-ম্যাজিক? উপনির্বাচনে সিতাইয়ে যা হল… রেগে আগুন শুভেন্দু

এদিন রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে (Calcutta High Court) উপস্থিত হয়েছিলেন। টাকা কেন দেওয়া হয়নি, সেটার পক্ষে তিনি যুক্তি পেশ করেন। একইসঙ্গে নির্দেশ কার্যকর স্থগিত করার আবেদন জানান।

Calcutta High Court

পাল্টা এসেক্সের আইনজীবীরা জানান, টাকা না দেওয়ার যুক্তি সুপ্রিম কোর্টেও (Supreme Court) জানিয়েছিল রাজ্য। সেখানে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তাই এখানে আবার আপত্তির কোনও স্থান নেই। জাস্টিস সরকার জানান, আগামী ফেব্রুয়ারি মাস অবধি এই স্থগিতাদেশ বহাল থাকবে।

হাইকোর্ট (Calcutta High Court) জানায়, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য এখনও আদালতে ক্ষতিপূরণ জমা রাখেনি। সেই কারণে নির্দেশ কার্যকর স্থগিত রাখা যাবে না। আগামী ৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর