মঙ্গলেই নবান্নে জরুরি বৈঠক! আচমকা কী হল? ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। শীর্ষ আদালতে কী হয় সকলের নজর সেদিকে। এই আবহে আচমকাই আগামীকাল নবান্নে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের (Government of West Bengal) মুখ্যসচিব মনোজ পন্থ। আরজি কর ইস্যু নয়, বরং পুজোর আগে অন্য একটি বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

  • মঙ্গলে কী নিয়ে আলোচনা হবে নবান্নে(Government of West Bengal)?

অক্টোবর মাসের শুরুতেই মহালয়া। আর হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষেই দুর্গাপুজো। এমতাবস্থায় বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য পর্যালোচনা করতে আগামীকাল নবান্নে (Nabanna) এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, অফিসার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

  • মুখ্যমন্ত্রীর নির্দেশেই ডাকা হয়েছে এই বৈঠক

দুর্গাপুজো আসতে আর কয়েকটা দিন বাকি। এই অবস্থায় যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের চাপ বাড়বে। তাই আগেভাগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা বলেছিলেন, পুজোর আগে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির একটা প্রবণতা দেখা যায়। তাই সেসব দিক পর্যালোচনা করতে বৈঠকের নির্দেশ দেন তিনি। সেই হিসেবেই আগামীকাল নবান্নে বৈঠক ডাকা হল বলে খবর।

আরও পড়ুনঃ সন্দীপ অতীত! এবার এই ৪ জনকে ডেকে পাঠাল CBI! আরজি কর কাণ্ডে তোলপাড় করা মোড়

বর্তমানে আরজি কর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে জানা যাচ্ছে, মঙ্গলবারের বৈঠকে এই নিয়ে কোনও আলোচনা করা হবে না। নবান্ন (Government of West Bengal) সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

Nabanna Government of West Bengal

এদিকে বর্তমানে বাংলা থেকে ভিন রাজ্যে আলু পাঠানো যাচ্ছে। এতে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে একটি শর্ত রয়েছে। সেটা হল, রাজ্যে আলুর দাম কম থাকতে হবে। সেটা কতখানি কম রয়েছে তা আগামীকালের বৈঠকে (Government of West Bengal) আলোচনা হতে পারে। একইসঙ্গে মাছ, মাংস, শাকসবজি সহ অন্যান্য নানান খাদ্যসামগ্রীর মূল্যও খতিয়ে দেখা হবে বলে খবর।

এই প্রসঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রধান লালু মুখোপাধ্যায় বলেন, ‘ভিন রাজ্যের চাহিদা হ্রাস পেয়েছে। সেই কারণে এখন বেশি পরিমাণ আলু বাইরে পাঠানো সম্ভব হয়নি। হিমঘর থেকে কম আলুর বেরোচ্ছে। প্রতি কেজি জ্যোতি আলু এখন হিমঘর থেকে ২৪-২৫ টাকায় বেরোচ্ছে। কলকাতার খুচরো বাজারে সেটা ৩০-৩১ টাকায় বিক্রি হচ্ছে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর