বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই সম্পন্ন হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। আর ভোট মিটতেই কোমর বেঁধে প্রশাসনিক কাজে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজে যাতে ঢিলেমি না দেওয়া হয়, কোথাও যাতে কোনও কাজ বকেয়া না থেকে যায়, সেটাই সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার (Government of West Bengal)।
ইতিমধ্যেই একাধিক মিটিংয়ে প্রশাসনিক কর্তাদের চেপে ধরেছেন মুখ্যমন্ত্রী। কয়েকজনকে তাঁর ধমকের মুখেও পড়তে হয়েছে। সম্প্রতি যেমন ট্রাকের ওভারলোডিং নিয়ে বকুনি দিতে দেখা গিয়েছিল মমতাকে (Mamata Banerjee)। বেআইনিভাবে টাকা আদায়ের জিনিসটিও প্রকাশ্যে আনেন তিনি। তবে এবার জানা যাচ্ছে, বকেয়া প্রকল্পগুলির ওপর ফোকাস করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) মমতা সকল প্রকল্পের কাজ কতখানি এগিয়েছে, কোনও কাজ আটকে থাকলে কেন সেটা আটকে রয়েছে, এই কাজের ক্ষেত্রে আর কী দরকার সবকিছু তিনি জানতে চাইছেন। শুধু তাই নয়, এমন বহু প্রকল্প সম্বন্ধে তিনি জানতে চাইছেন যা হয়তো সেই প্রশাসনিক কর্তার নজরে নেই।
আরও পড়ুনঃ কেষ্টর মতোই দশা! তিহাড়ে ৮ কেজি কমল ‘অসুস্থ’ কেজরিওয়ালের, কোন রোগে আক্রান্ত দিল্লির CM?
শুধুমাত্র পূর্ত অথবা বিদ্যুৎ দফতর নয়, রাজ্যের একাধিক প্রকল্প সম্বন্ধে প্রশাসনিক কর্তাদের থেকে জানতে চাইছেন তিনি। সেই জন্য মুখ্যমন্ত্রীর সকল প্রশ্নের উত্তর যাতে তৈরি থাকে তাই এবার ‘রেডি’ হচ্ছেন প্রশাসনিক কর্তারা। জানা যাচ্ছে, সকল ক্ষেত্রে ফাইলগুলি আপ টু ডেট করার চেষ্টা করা হচ্ছে। তবে তা সত্ত্বেও চিন্তা যাচ্ছে না। শেষ অবধি মুখ্যমন্ত্রী ঠিক কী ধরণের প্রশ্ন করতে পারেন তা ভেবে চিন্তিত হয়ে পড়ছেন অনেকে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে বহুবার প্রশাসনিক বৈঠক করেছেন মমতা। কলকাতায় বসে সরকার চালানো নয়, বরং জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠকের একটি বিশেষ পদ্ধতি নেয় TMC সরকার। এখন সেই পদ্ধতি বজায় রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকেন জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা পুলিশ সুপার, জেলার নানান দফতরের কর্তারা। পাশাপাশি জেলায় ব্যবসায়ী সহ নানান মহলের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়। এমন বৈঠকে যাতে মুখ্যমন্ত্রীর রোষের মুখে না পড়তে হয়, সেই কারণে এখন থেকে ‘রেডি’ হচ্ছেন প্রশাসনিক কর্তারা।