৯৯ জন আইনজীবী নিয়োগ! রাজ্য পুলিশের জন্য বড় উদ্যোগ সরকারের! নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। এই ঘটনার পর একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। তদন্তে সেই অর্থে কোনও ভুল না থাকলেও কিছু বিবৃতি এবং ‘আনুষাঙ্গিক ঘটনা’র কারণে নির্যাতিতার পরিবার, জুনিয়র চিকিৎসকদের একাংশ এবং সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। এবার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)।

  • পুলিশের জন্য বড় উদ্যোগ সরকারের (Government of West Bengal)!

গত আগস্ট মাসে আরজি কর হাসপাতালে (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল। এরপরেও রাজ্যের নানান প্রান্তে এই ধরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেনি। কারণ আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নয়া কৌশল অবলম্বন করেছে তারা। নির্যাতিতার পরিবারের দাবিকে সর্বাধিক মর্যাদা প্রদান, অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার এবং সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়ার সময় সতর্ক থাকা- এই নয়া কৌশলের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করেছে পুলিশ।

রিপোর্ট বলছে, অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। সেদিকে নজর রেখে এবার বড় সিদ্ধান্ত নিল সরকার (Government of West Bengal)। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সেই অনুযায়ী রাজ্যের ৯৯টি মহকুমায় পুলিশকে সহায়তার জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ ‘চাকরি খাব..,’ রনংদেহি মুখ্যমন্ত্রী, কাদের কপাল পুড়তে চলেছে?

পুলিশকে সহায়তার জন্য যে আইনজীবীদের (Lawyer) নিয়োগ করা হবে, তাঁদের কী যোগ্যতা দরকার, কতখানি অভিজ্ঞতা থাকতে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শীঘ্রই এই বিষয়ে বিশদ তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee Government of West Bengal

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে আইনি পরামর্শদাতাদের সহায়তায় পুলিশের তদন্তে কৌশলগত কিছু বদল আনা হয়। যে কারণে জয়নগর, কৃষ্ণনগর কিংবা আলিপুরদুয়ারের ঘটনায় তাদের দিকে আঙুল ওঠেনি। এমনকি আদালতও এখনও অবধি পুলিশের কাজে হস্তক্ষেপ কিংবা সিবিআই তদন্তের কোনও নির্দেশ দেয়নি। সেই কারণে এবার রাজ্যের প্রত্যেকটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government of West Bengal)। শীঘ্রই প্রত্যেকটি মহকুমার জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর