বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পরিস্থিতিতে একটা চাকরি জোটানো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার হয়ে গিয়েছে। বহু শিক্ষিত তরুণ-তরুণী একটা চাকরির আশায় বেকার হয়ে বসে আছেন। বড় বড় ডিগ্রি থাকলেও কাজ পাচ্ছেন না অনেকে। এমতাবস্থায় রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখেছে শূন্যপদ পূরণ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সরকার (Government of West Bengal)।
শূন্যপদ পূরণ নিয়ে কী সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)?
বহুদিন ধরেই ‘অপ্রয়োজনীয় খরচে’ লাগাম টানার কথা বলে আসছে রাজ্য। এবার বর্তমান আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হল। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, শূন্যপদ পূরণ (Vacancy) ও নতুন ভবন নির্মাণের বিষয়ে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) নিয়োগ সংক্রান্ত একটি ‘এমপাওয়ার্ড কমিটি’ রয়েছে। নানান দফতরের তরফ থেকে শূন্যপদ পূরণ করার যে প্রস্তাব অর্থ দফতরে পাঠানো হয়, সেগুলি ওই কমিটির সামনে পেশ করা হয়। মুখ্যসচিব, অর্থসচিব ও সংশ্লিষ্ট দফতরের সচিবের উপস্থিতিতে শূন্যপদ পূরণের দাবি মানা হবে কিনা তা বৈঠকে আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার! শুরু হল আবেদন গ্রহণ
জানা যাচ্ছে, এমনই একটি বৈঠকে শূন্যপদ পূরণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ মহল থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য, পুলিশ বা পূর্তের মতো অত্যন্ত জরুরি কিছু ক্ষেত্রে দাবি ৫০ শতাংশ অবধি পদ পূরণের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতে পারে। সেই সঙ্গেই কয়েকটি দাবি আবার পত্রপাট বাতিল করে দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ পরিবহণ নিগমের প্রস্তাব যেমন একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে আবার ডোম নিয়োগের প্রস্তাব সম্পূর্ণ মেনে নেওয়া হলেও বাকি প্রস্তাবগুলি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এক বিষয়ে এক কর্তা বলেন, সরকারের (Government of West Bengal) তরফ থেকে আগেই বলা হয়েছিল, যে দফতরে অতিরিক্ত কর্মী আছেন, তাঁদের ভিন্ন দফতর অথবা কাজে ব্যবহার করতে হবে।
সূত্র মারফৎ খবর, শীর্ষকর্তার বৈঠকে জানিয়েছেন, নতুন ভবন নির্মাণ চলবে না। অর্থ দফতরের তরফ থেকে আপাতত এই বিষয়ে কোনও ফাইলে অনুমোদন দেওয়া হবে না। এমনকি ভবন সংস্কারের বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে, শূন্যপদ পূরণ এবং ভবন নির্মাণে আপাতত রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।