নভেম্বরে বাড়তি ছুটি ঘোষণা রাজ্যের! কারা কারা পাবেন? নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই বাংলা জুড়ে উৎসবের মেজাজ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পালা। এই আবহে রাজ্যে ফের ভোট। নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এবার এই কারণে ছুটি ঘোষণা করা হল (Government of West Bengal)।

  • কারা কারা পাবেন এই ছুটি (Government of West Bengal)?

নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাইয়ে আগামী ১৩ নভেম্বর বিধানসভা উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার সেদিন ওই বিধানসভা কেন্দ্রের এলাকায় ছুটি (Public Holiday) ঘোষণা করা হল। সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

রাজ্যের অর্থদফতরের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ৬ বিধানসভা এলাকার সকল সরকারি অফিস, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে ওই একদিনের ছুটি লাগু হবে। সেই সঙ্গেই দোকান, চা বাগান, শিল্প বাণিজ্যিক সংস্থা প্রভৃতির কর্মীদেরও উপনির্বাচনের দিন সবেতন ছুটি দেওয়া নিয়ে রাজ্যের (Government of West Bengal) শ্রম দফতরের তরফ থেকে আলাদা নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ তন্ময়-ইস্যুতে পথে নামছেন সায়ন্তিকা! আজ বিকেলেই বিরাট কর্মসূচি তৃণমূল বিধায়কের

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের আবহে ভোট। রাজ্যের শাসক দল এবং বিরোধী, উভয় পক্ষের জন্যই এই নির্বাচন গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর রাজ্যের শাসক দলের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা সরে গিয়েছে নাকি একই রয়েছে সেটা এই ভোটের পর জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তাই এই উপনির্বাচনের ফলাফল কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

Government of West Bengal holiday for West Bengal Assembly By Elections

এদিকে একুশের নির্বাচনের সময় এই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতেই বাজিমাত করেছিল তৃণমূল। শুধুমাত্র মাদারিহাট আসনে পদ্ম ফুটেছিল। আসন্ন বিধানসভা উপনির্বাচনে (Assembly By Elections) কোন কেন্দ্রে কোন দল বাজিমাত করে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর