পুজোর আগেই মালামাল! সরকারের কাজ করা এই কর্মীদের জন্য সুখবর, বিরাট ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ শরতের মেঘলা আকাশ জানাচ্ছে, মা আসতে বেশিদিন বাকি নেই। অক্টোবরের শুরুতেই মহালয়া। তবে রাজ্য বর্তমানে উত্তাল আরজি কর ইস্যু নিয়ে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উৎসবে ফেরার’, ‘পুজোয় ফেরার’ আহ্বান জানিয়েছিলেন। যা নিয়ে খানিক বিতর্ক হয়েছিল। এই আবহে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। শহর কলকাতায় সরকারের কাজ করা ১৫ হাজার কর্মীর জন্য ‘উৎসব বোনাস’ ঘোষণা করা হল।

  • পুজোর আগেই বিরাট ঘোষণা সরকারের (Government of West Bengal)

গত আগস্ট মাস থেকে আরজি কর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রাস্তায় নেমে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। বহু পুজো কমিটি সরকারের অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা সহ সমগ্র রাজ্যজুড়ে যে প্রতিবাদের ঢেউ উঠেছে, তাতে শাসকদলের অস্বস্তি বাড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের। এমতাবস্থায় বোনাস (Durga Puja Bonus) দেওয়ার সুখবর দিল সরকার।

   
  • অ্যাকাউন্টে ঢুকবে ৩৫০০ টাকা

কলকাতা পুরসভায় একশো দিনের কাজের বহু কর্মী রয়েছেন। এবার তাঁদেরই ‘উৎসব বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, কেএমসির এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৫ হাজার কর্মী উপকৃত হবেন। প্রত্যেকের অ্যাকাউন্টে ৩৫০০ টাকা করে পাঠানো হবে। এই জন্য সরকারের (Government of West Bengal) ১৫ কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ জুনিয়র ডাক্তারদের নতুন উকিল! কে এই ইন্দিরা জয়সিংহ? মহিলার পরিচয় জানলে মাথা ঘুরে যাবে

এই প্রসঙ্গে একশো দিনের প্রকল্পের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু (Kolkata Municipal Corporation) বলেন, ‘নামমাত্র দৈনিক মজুরিতে এই সকল কর্মীরা সারা বছর কালঘাম ঝরিয়ে কাজ করেন। এই টাকা পেলে পুজোর আগে উৎসবের আবহে স্ত্রী কিংবা বাড়ির ছোট্ট ছেলেমেয়েদের তাঁরা নতুন জামাকাপড় কিনে দিতে পারবেন’।

kolkata municipal corporation Government of West Bengal

রিপোর্ট বলছে, কেএমসির অধীন একশো দিনের কাজ করা দক্ষ শ্রমিকরা রোজ ৪০৪ টাকা মজুরি পান। অদক্ষ শ্রমিকরা পান ৩০৩ টাকা। অন্যদিকে যে কর্মীরা আর সুপারভাইজারের অধীনে কাজ করেন, তাঁরা রোজ ২০২ টাকা মজুরি পান। এবার দুর্গাপুজোর আগে এই কর্মীদের অ্যাকাউন্টেই ৩৫০০ টাকা করে ‘উৎসব বোনাস’ দেওয়া হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা পুরসভার নানান বিভাগের একশো দিনের কর্মীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে এই বোনাস ঢুকতে শুরু করেছে। সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে তাঁদের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর