রেয়াত নয়! রাজ্যে আসছে ‘জবরদস্ত’ আইন! এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য (Government of West Bengal)। মূলত কলকাতার ‘গার্ডেন রিচ’ কান্ডের পর থেকেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। আসলে গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে। ওই এলাকাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় অবস্থিত। তাই এই ঘটনার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)।

বেআইনি নির্মাণ রুখতে নতুন আইয়ুন আনছে রাজ্য (Government of West Bengal)

কলকাতা পুরসভার ওপরেও ক্রমাগত ব্যাপক চাপ আসতে শুরু করে। সেই সময় বেআইনি নির্মাণ রুখতে কলকাতার মেয়রকে নতুন আইন আনার পরামর্শ দিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। তারপরে এই বিষয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগকে একটি খসড়া তৈরী করার নির্দেশ দিয়েছিলেন মেয়র। পরে সেই খসড়া তৈরি হলে শুরু হয় তা আইনে পরিণত করা তোড়জোড়।

আসলে রাজ্যে কোন আইন আনতে হলে বা পুরনো আইন সংশোধন করতে গেলে সেক্ষেত্রে বিধানসভায় বিল পেশ করা জরুরী। তাই এক্ষেত্রে কলকাতা পুরসভা পুর ও নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের (Government of West Bengal) কাছে বিল্ডিং বিভাগের আইন বদলের আবেদন জানিয়েছিল। এবার আসন্ন শীতকালীন অধিবেশনে আইন দফতর মারফত বিধানসভায় এই বিল পাশ হলেই তা আইনে পরিণত হবে। তার জন্য অবশ্য রাজ্যপালের সম্মতিও প্রয়োজন।

আরও পড়ুন: মমতার ‘ডার্লিং আর চার্মিং’! দার্জিলিংয়ের ২ তুষারচিতার নাম দিলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত  কলকাতা পুরসভার আইনি বিষয় খতিয়ে দেখার জন্য ওই খসড়া পাঠানো হয়েছিল কলকাতা পুর ও নগরোন্নয়ন দপ্তরে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর তা যায় আইন দপ্তরে। এবার যে বিল তৈরি হয়েছে তা আইনে পরিণত করার জন্য আসন্ন শীতকালীন অধিবেশনে তা বিধানসভায় পেশ করা হবে। এখান থেকে অনুমোদন মেলার পর তা যাবে রাজভবনে। রাজ্যপাল স্বাক্ষর করার পরেই ওই বিল পরিণত হবে আইনে।

Government of West Bengal

সোমবার বিধানসভায় অধিবেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার একটি নতুন বিল বিধানসভায় আনার কথা জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও ওই বিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে সূত্রের খবর বেআইনি নির্মাণ করলে প্রোমোটারদের যাতে জামিন অযোগ্য ধারায় শাস্তি হয় নতুন সংশোধনী বিলে সেই বিষয়টিই নিশ্চিত করা হবে। প্রসঙ্গত আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানেই পেশ করা হবে পেশ হবে এই বিলটি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর