অর্ধেক টাকাতেই ‘দায়’ সেরেছে কেন্দ্র! এবার এই সরকারি প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গের (West Bengal) প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ নতুন নয়। ইতিপূর্বে একাধিক সরকারি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও রাজ্যবাসীকে ওই সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে দেননি মুখ্যমন্ত্রী। তাই বাংলার মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে নিজস্ব কোষাগার থেকেই অর্থ বিনিয়োগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার তেমনি কেন্দ্রের বরাদ্দের পুরো টাকা না পেয়ে আরও একটি সরকারি প্রকল্পে বাড়তি অর্থ বরাদ্দ করল রাজ্য।

সরকারি প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য (West Bengal)

আবাস যোজনা প্রকল্প থেকে শুরু করে ১০০ দিনের কাজ কিংবা গ্রামীণ সড়ক যোজনা ইতিপূর্বে, এমনই একাধিক সরকারি প্রকল্পে বাংলাকে (West Bengal) বরাদ্দের টাকা দেয়নি বলে অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর এবার অভিযোগ বরাদ্দের তুলনায় কম টাকা দেওয়ায় আটকে রয়েছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। যার ফলে এখনও পর্যন্ত সমস্ত রাজ্যবাসীর বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত চলতি বছরেই অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই এই জলজীবন মিশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও, অভিযোগ উঠছে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দের পুরো টাকা দেওয়া হয়নি। তাই থমকে রয়েছে কাজ। তবে এবার নিজস্ব কোষাগার থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করতে চাইছে রাজ্য (West Bengal) সরকার।

প্রথা অনুযায়ী, জল জীবন মিশন প্রকল্পে মোট খরচের ৬০ শতাংশ কেন্দ্রের দেওয়ার কথা আর বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্যের দেওয়ার কথা। কিন্তু জানা যাচ্ছে,২০২৪-২৫ অর্থবর্ষে  এই প্রকল্পে কেন্দ্রীয় বাজেটের মোট ৫,০৪৯.৯৮ কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত বরাদ্দ করা হয়েছে ২,৫২৪.৯৯ কোটি টাকা। অর্থাৎ নিজেদের ভাগের মাত্র অর্ধেক টাকা দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: বাংলার মুকুটে সেরার শিরোপা! ঢালাও প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা

অন্যদিকে রাজ‌্য সরকারের তরফে শেয়ারের বাজেট হিসাবে মোট ৪,৯৯০.৫২ কোটি টাকা ধরা হয়েছিল। যার মধ্যে রাজ্য এখনও পর্যন্ত বরাদ্দ করেছে মোট ৩,৭৫৭.৪৫ কোটি টাকা। কিন্তু দীর্ঘদিন কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় বাধা পাচ্ছে প্রকল্পের কাজ। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত রাজ‌্য মোট কেন্দ্রীয় শেয়ারের বাইরে অতিরিক্ত ১,২৯১.৩৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

Nabanna

প্রসঙ্গত প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জনস্বাস্থ‌্য কারিগরি দপ্তরের তরফে ২০১৯ সালে এই প্রকল্প শুরু করা হয়েছিল। পশ্চিমবঙ্গে এই প্রকল্প শুরু হয়েছিল ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে। তবে ২০২১ সাল থেকে রাজ্যের এই প্রকল্পের কাজে নতুন করে গতি আসে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর