বাজারে যাওয়া অতীত! বাড়ি বসেই মিলবে সস্তায় আলু, পেঁয়াজ! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আলু, পটল থেকে পেঁয়াজ, রসুন, সবজিতে হাত দিলেই এখন ছ্যাঁকা লাগছে পকেটে। হু হু করে বেড়ে চলেছে দাম। আগে ৫০০ টাকায় যেখানে ব্যাগ ভর্তি বাজার হতো, এখন তা ব্যাগের একটা কোণায় পড়ে থাকে। দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সরকারের (Government of West Bengal) তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাময়িক কিছু স্বস্তি মিললেও সম্পূর্ণ সুরাহা হচ্ছে না।

রাজ্যবাসীর জন্য এবার বিরাট উদ্যোগ সরকারের (Government of West Bengal)!

বিগত কয়েক মাসে সবজির দাম অনেকটাই বেড়েছে। সেই দামে রাশ টানতে উদ্যোগী হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করার পাশাপাশি সারপ্রাইজ ভিজিটও শুরু হয়েছে। সরকারের (Government of West Bengal) এই উদ্যোগের ফলে দু’দিন পরিস্থিতি ঠিক থাকলেও ফের বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় রাজ্যের কিছু এলাকায় ন্যায্য মূল্যের সবজি বিক্রি শুরু হল।

   

এর আগে কলকাতার বুকে সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু হওয়ার কারণ সাধারণ মানুষের বেশ সুবিধা হয়েছিল। এই গাড়িগুলিতে বাজারের চেয়ে খানিকটা দামে সবজি (Vegetables) পাওয়া যায়। ফলে হাসি ফুটেছিল বহু মানুষের মুখে। এবার নদীয়া জেলায় ভ্রাম্যমাণ ন্যায্য মূলের দোকান চালু হল।

আরও পড়ুনঃ কেড়ে নেওয়া হবে মুসলিমদের জমি? ওয়াকফ আইনে সংশোধন হলে কী হবে? জানিয়ে দিল কেন্দ্র

সম্প্রতি জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেছেন। জানা যাচ্ছে, এই গাড়িতে ২৮ টাকা কেজি আলু, ৩৮ টাকা কেজি পেঁয়াজ, ২০ টাকা কেজি পটল এবং ২০০ টাকা কেজি রসুন পাওয়া যাচ্ছে।

Government of West Bengal Fair price vegetable shop Nadia

বাজারের দামের তুলনায় এই গাড়িতে সাধারণত কিছুটা কম দামেই সবজি পাওয়া যায়। বাড়তি সুবিধা হল, সবজির জন্য থলে হাতে বাজারে ছুটতে হয় না। বাড়ির সামনে থেকেই তা কিনে নেওয়া যায়। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানা যাচ্ছে। আগামীদিনে এই ধরণের গাড়ি আরও বাড়ানোর দাবি উঠতেও শুরু করেছে। রাজ্য জুড়ে সরকারের (Government of West Bengal) তরফ থেকে যদি এমন উদ্যোগ নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অনেকটা সুরাহা হবে বলে মনে করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর