পড়াশোনা শেষ হলেই চাকরি! ছাত্রছাত্রীদের জন্য নয়া উদ্যোগ সরকারের, ধন্য ধন্য করছে সকলে!

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সব চাকরির ক্ষেত্রেই কম্পিউটার জানা ‘মাস্ট’। সেই কারণে অনেক পড়ুয়াই পড়াশোনার পাশাপাশি কম্পিউটার কোর্স করেন। অনেকে আবার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর কোর্সে ভর্তি হন। এমনিতে রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সেগুলি কাজের ক্ষেত্রে যথেষ্ট নয়। তাই এবার ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

  • পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের (Government of West Bengal)!

এই রাজ্যে এমন অনেক শিক্ষার্থী আছেন যাদের কম্পিউটার শেখার ইচ্ছা থাকলেও নানান কারণে শিখতে পারেন না। যে কারণে বহু ক্ষেত্রে কাজ পেতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। তবে এবার আর চিন্তা নেই! কারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে সরকারের তরফ থেকে বড় উদ্যোগ নেওয়া হল। এবার থেকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ (Computer Training) দেওয়া হবে।

কীভাবে আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে। জানা যাচ্ছে, শহর কলকাতা এবং তার আশেপাশের এলাকায় এই কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ (Free Computer Training) প্রদান করা হবে।

আরও পড়ুনঃ সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ব্রেক কষেও কাজ হল না, লাইনচ্যুত ২টি বগি

জানা যাচ্ছে, এক্ষেত্রে প্রথমে একটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করলেই ফ্রি-তে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে। এক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি এক্ষেত্রে বয়সসীমা স্থির করে দেওয়া রয়েছে। ১.০৮.২০২৪ থেকে আবেদনকারীর বয়স ধরা হবে।

Government of West Bengal computer training course

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে এই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণে ৩টি কোর্স করানো হবে। সেগুলি হল যথাক্রমে, এথিক্যাল হ্যাকার কোর্স, হার্ডওয়্যার টেকনোলজি ডিপ্লোমা, সাইবার সিকিউরিটি সার্টিফিকেট কোর্স। তিনটি কোর্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা চাওয়া হয়েছে। প্রত্যেকটি কোর্সের মেয়াদও আলাদা। এথিক্যাল হ্যাকার কোর্সের মেয়াদ ৩ মাস, হার্ডওয়্যার টেকনোলজি কোর্সের মেয়াদ ৬ মাস এবং সাইবার সিকিউরিটি সার্টিফিকেট কোর্সের মেয়াদও ৬ মাস।

জানা যাচ্ছে, বিনামূল্যে এই সরকারি (Government of West Bengal) কোর্সগুলিতে যারা আবেদন করতে চান, তাঁদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বাড়ি বসে অনলাইনে এই কোর্সগুলিতে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক পড়ুয়ারা অ্যাপ্লাই করতে পারবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর