বাড়তি রেশন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ টাকা! দীপাবলির আবহে বিরাট ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা রাজ্য। এবার সেই খুশি আরও খানিকটা বাড়িয়ে দিল সরকার (Government of West Bengal)! উৎসবের আবহে বাংলার কোনও বাড়িতে যাতে চাল-ডালের অভাব না হয় সেই কারণে এবার বড় উদ্যোগ নেওয়া হল।

  • দীপাবলির আবহেই বিরাট উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)!

পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এখনও এমন অনেক পরিবার রয়েছে যারা দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেই সকল মানুষের মুখে খাবার তুলে দিতে বিনামূল্যে রেশন দেয় সরকার। এবার যেমন শোনা যাচ্ছে, উৎসবের মরসুমে বাড়তি রেশন (Ration) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খাদ্য দফতর। পাশাপাশি কালীপুজো মিটতেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে!

  • অন্ত্যোদয় রেশন কার্ড (AAY Ration Card)

রাজ্যের সবচেয়ে আর্থিকভাবে দুর্বল মানুষদের এই রেশন কার্ড দেওয়া হয়। দীপাবলির আবহে এই কার্ডের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩ কেজি গম এবং ১ কেজি করে চিনি পাবেন। সেই সঙ্গেই মাত্র ৩০ টাকায় মিলবে ১ কেজি ময়দা।

আরও পড়ুনঃ দিওয়ালির আবহেই লক্ষ্মীলাভ! DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! বোনাস নিয়েও বড় ঘোষণা সরকারের

  • স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH I & SPHH II Ration Card)

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড তথা SPHH I এবং SPHH II কার্ডের গ্রাহকরা দীপাবলির মাসে ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গম অথবা ২ কেজি আটা পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যসামগ্রী পাবেন তাঁরা। কেউ যদি চান তাহলে গমের বদলে সমপরিমাণ চালও নিতে পারেন।

  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড (RKSY I & RKSY II Ration Card)

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড তথা RKSY I এবং RKSY II কার্ডে যথাক্রমে ৫ কেজি চাল এবং ২ কেজি চাল দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই চাল পাবেন সংশ্লিষ্ট কার্ডের গ্রাহকরা।

Government of West Bengal ration

রেশনের পাশাপাশি উৎসবের আবহে রাজ্যের মহিলারাও বড় সুখবর পেতে চলেছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীন মাসের শুরুতেই সাধারণ শ্রেণির মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের অ্যাকাউন্টে ১২০০ টাকা ঢুকে যাবে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসায় মুখে হাসি ফুটেছে রাজ্যের অগুনতি মহিলার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর