৩০ নভেম্বর অবধি সময়! আলুর আগুন দাম! এবার কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ আলু ছাড়া তরকারি অসম্পূর্ণ লাগে অনেকের। পাতে এক টুকরো আলু না পড়লে মন ভরে না বহু বাঙালির। ফলে গত কয়েকদিনে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপরে পড়েছিলেন অনেক ক্রেতা। এই আবহে এবার নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। হিমঘরগুলিতে কতদিন অবধি আলু রাখা যাবে, জানিয়ে দিল রাজ্য।

  • ‘ডেডলাইন’ বেঁধে দিল সরকার (Government of West Bengal)!

সম্প্রতি রাজ্যের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছর আগামী ৩০ নভেম্বর অবধি হিমঘরগুলিতে আলু রাখা যাবে। সাধারণত গত কয়েক বছরে ৩০ নভেম্বরের পরে আরও মাস খানেক আলু (Potato) রাখতে দেওয়া হতো। তবে এবার আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না।

সরকারের (Government of West Bengal) তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘরগুলি থেকে আলু বের করে নিতে হবে। হিমঘর মালিকরা ইতিমধ্যেই এই নোটিশ পেয়ে গিয়েছেন বলে খবর। এরপর তাঁরা ব্যবসায়ীদের নোটিশ দিয়ে দেন। হিমঘর মালিকদের সংগঠনগুলির অনুমান, রাজ্য সরকারের তরফ থেকে ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হলেও, ৩০ নভেম্বরের পরেও বেশ কিছু আলু মজুত থাকতে পারে। এমনটা যাতে না হয়, সেই জন্য আগেভাগেই ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত দিনের পরেও হিমঘরের ভেতরে আলু থেকে গেলে সেগুলির কী হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

আরও পড়ুনঃ ১০০০ থেকে বাড়িয়ে ১৮০০! এই প্রকল্পের বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী! বছর শেষের আগেই মিলল সুখবর

এদিকে এখনও অবধি হিমঘর (Cold Storage) মালিকদের তরফ থেকে সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে কোনও অনুরোধ জানানো হয়নি। আগামী ২৪ নভেম্বর তারা বৈঠকে বসবেন বলে খবর। এরপর কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

Government of West Bengal decision over potato storage

রিপোর্ট বলছে, বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ১০ লক্ষ টন আলু মজুত রয়েছে। কিন্তু তা সত্ত্বেও খোলা বাজারে আলুর চড়া দাম। খুচরো বাজারে জ্যোতি আলু ৩৫ টাকা/কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম ২৭-২৮ টাকার মধ্যে থাকছে বলে খবর। হিমঘরে প্রচুর আলু থাকলেও, ব্যবসায়ীরা কম আলু বের করে দাম বেশি রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ। এমতাবস্থায় বড় নির্দেশ দিল রাজ্য সরকার (Government of West Bengal)। ব্যবসায়ীদের দাবি, আলুর তেমন চাহিদা না থাকার কারণেই হিমঘরে প্রচুর পরিমাণে তা মজুত করে রাখা হয়েছে। সেক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে হিমঘরে থাকা সব আলু বের করে নিতে হলে কী হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর