বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন আজকের নয়। কলকাতা হাইকোর্ট হয়ে আইনি লড়াই পৌঁছেছে সুপ্রিম কোর্ট অবধি। কেন্দ্রীয় হারে ডিএ (DA), বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ বেশ কিছু দাবি রয়েছে সরকারি কর্মীদের (Government Employees)। এই মামলা চলাকালীনই আবার বেশ কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একটি বৃহৎ অংশ।
অক্ষয় তৃতীয়ার আগেই সরকারি কর্মীদের লক্ষ্মীলাভ!- (Dearness Allowance)
বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এপ্রিল থেকেই নয়া বর্ধিত হার কার্যকর হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার বর্ধিত হারে ডিএ সহ বেতন পেলেন রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ।
অক্ষয় তৃতীয়ার আগের দিনই মহার্ঘ ভাতা সহ বেতন পাওয়ায় মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মীর (State Government Employees)। অনেকে যদিও এতে সন্তুষ্ট নন। তাদের মতে, ‘কেন্দ্রের ডিএ-র হার ৫৫%। ৪% নতুন করে যোগ করার পর রাজ্যের হার হয়েছে ১৮%। বর্তমানে ফারাক ৩৭ শতাংশের। এতখানি ফারাক কাম্য নয়’।
আরও পড়ুনঃ জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন দিলীপ! আর কে কে আমন্ত্রিত? আগেভাগেই জানালেন কুণাল
গতকাল রাজ্য সরকারি কর্মীদের একটি বৃহৎ অংশের বেতন ঢুকলেও মাইনে পাননি স্কুল শিক্ষক অথবা শিক্ষাকর্মীরা। তাঁরা সাধারণত মাসের শেষ দিন অথবা পরবর্তী মাসের প্রথম বা দ্বিতীয় দিনে বেতন পেয়ে থাকেন। এর ফলে অনেকেই আশা করছেন, বুধবার মাইনে পাবেন তারা।
স্কুল শিক্ষকদের একাংশের কথায়, ‘বহু মাসে দেখা গিয়েছে, আমাদের বেতন হওয়ার একদিন অথবা দু’দিন আগে সরকারি কর্মীদের মাইনে হয়েছে। ফলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই’।
এখন প্রশ্ন হল, ৪% হারে ডিএ বৃদ্ধির পর কতখানি টাকা বেশি পাবেন রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীরা? এক্ষেত্রে বলে রাখি, মূল বেতনের ওপর মহার্ঘ ভাতা পান সরকারি কর্মীরা। ধরা যাক, বর্তমানে একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ১৭,০০০ টাকা। এবার ৪% হারে ডিএ যোগ করা পর আরও ৬৮০ টাকা বেশি পাবেন তিনি।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কথা বলা হলে, সদ্য তাঁদের ২% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন তাঁরা। বাংলার রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক ৩৭ শতাংশ।