বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে বড়সড় পদক্ষেপ রাজ্যের (Government of West Bengal)। এবারে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রকল্পের (Government Scheme) কাজের অগ্রগতির উপর নজরদারি করতে চালু করা হল ‘ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইউপিএমএস) নামের একটি পোর্টাল।
এই পোর্টালের মাধ্যমে একাধিক দফতরের বিভিন্ন প্রকল্পের উপর নজরদারি রাখার কাজ করবে রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর (Finance Department)। অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্ব পালন করবেন। তবে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিশেষ নজর রাখেন বলেই নবান্ন সূত্রে খবর।
জানা যাচ্ছে, ইতিমধ্যে পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দফতর, কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র অধীনের বিভিন্ন প্রকল্পের কাজকেও এই পোর্টালের অন্তর্ভুক্ত করা হয়েছে। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি প্রকল্পে বেগ দিতে রাজ্যের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
নবান্ন সূত্রে খবর, কোনো একটি প্রকল্প শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতি আর্থিক বছরে কত টাকা খরচ হচ্ছে তার নিরিখে কাজ কতটা এগোচ্ছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে ওই পোর্টালে। এর মাধ্যমে সরকার প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দকৃত অর্থ খরচের বিষয়ে আপডেটড থাকবে। এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য উদ্যোগী একসাথে! অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করেই বাড়বে চিংড়ির রপ্তানি
বিধানসভা ভোটের আগে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্য শাসকদল। ২৬-কে পাখির চোখ করে আগামী এক বছর জেলায় জেলায় সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের কর্মসূচি রাখবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন একই সাথে। নবান্নের একটি সূত্র বলছে মুখ্যমন্ত্রী কোনও জেলা সফরে যাওয়ার আগে এই পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উন্নয়নের অগ্রগতি, সরকারি প্রকল্পের গতিবিধি সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করতে পারেন।