সরকারি কর্মীদের পোয়া বারো! দীপাবলি উপলক্ষ্যে লম্বা ছুটি! কবে কবে বন্ধ অফিস কাছারি?

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটতে না মিটতেই এখন কালীপুজোর অপেক্ষায় দিন গুনছেন সকলে। কালীপুজো, ভাইফোঁটার প্ল্যানিংও অনেকের শুরু হয়ে গিয়েছে। এবার যেমন এই সময়টায় একটানা চারদিন বন্ধ থাকবে অফিস কাছারি (Government Holiday)! ইতিমধ্যেই সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে।

  • দীপাবলি উপলক্ষ্যে কবে কবে ছুটি (Government Holiday)?

এমনিতেই উৎসবের মরসুমে সরকারি কর্মীরা ভালোরকম ছুটি পান। দুর্গাপুজো উপলক্ষ্যে একটানা বেশ কয়েকদিন অফিস কাছারি বন্ধ ছিল। এবার কালীপুজো (Kali Puja), দীপাবলি উপলক্ষ্যেও লম্বা ছুটি মিলবে বলে খবর। চলতি বছর ৩১ অক্টোবর কালীপুজো পড়েছে। ওই দিনটা সরকারি ছুটি হিসেবে নির্দিষ্ট।

কালীপুজোর পরের দিন তথা ১ নভেম্বরও (শুক্রবার) অফিস কাছারি বন্ধ থাকবে। ২ নভেম্বর শনিবার পড়েছে। শনিবার করে অনেক অফিসে ছুটি থাকে। কিছু কিছু অফিসে আবার অর্ধেক কাজ হয়। ৩ নভেম্বর, রবিবার সাপ্তাহিক ছুটি। সেদিন আবার ভাতৃদ্বিতীয়াও পড়েছে।

আরও পড়ুনঃ জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব! আন্দোলনকারীদের ‘অনুরোধ’ মমতার

ছুটির এই আনন্দ আরও অনেকটা বাড়িয়ে দিয়ে আগামী ৪ নভেম্বর, সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। অর্থাৎ সব মিলিয়ে, চলতি বছর কালীপুজো, দীপাবলির জন্য একটানা চারদিনের ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকের মুখে হাসি ফুটেছে।

Kali Puja Diwali Government holiday

কালীপুজো, দীপাবলি (Diwali) মানেই আলোর উৎসব। আলোয় আলোয় সেজে ওঠে গোটা দেশ। এই সময়টা অনেকে আবার নিজের পরিবারকে নিয়ে ঘুরতেও বেড়িয়ে পড়েন। চলতি বছর ইচ্ছা হলে এমন কোনও প্ল্যান করতেই পারেন সরকারি কর্মীরা। ৪ দিনের ছুটিতে কাছেপিঠের কোনও জায়গা থেকে ঘুরে আসাই যায়।

দুর্গাপুজো মিটতে না মিটতেই কালীপুজোর লম্বা ছুটি (Government Holiday)। হলিডে লিস্ট দেখে অনেকের মুখেই হাসি ফুটেছে। কেউ পুজোর কয়েকটা দিনের প্ল্যানিং শুরু করেছেন, কেউ আবার ঘুরতে যাওয়ার কথা ভাবছেন। একটানা এই চারদিনের ছুটি প্রত্যেকে নিজের নিজের মতো কাটাতে চাইছেন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর