বাংলা হান্ট ডেস্কঃ মার্চ-এপ্রিল মাসে পর পর টানা ছুটি (Government Holiday) মিলেছে। মে মাসেও সেই সুযোগ থাকছে সরকারি কর্মীদের (Government Employees) জন্য। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে। টানা দুবার বন্ধ থাকবে সরকারি অফিস-কাছারি। তাই দেরি না করে ঝটপট প্ল্যান বানিয়ে নিন।
কবে কবে ছুটি মিলবে? Government Holiday
৯মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। এবার রবীন্দ্রজয়ন্তী পড়েছে শুক্রবার। তারপর ১২ মে সোমবার বুদ্ধ পূর্নিমার জন্য ফের ছুটি থাকবে। শনি এবং রবিবার অর্থাৎ ১০ ও ১১ তারিখ ছুটির দিন। আবার ১২ মে, সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি থাকছে। অর্থাৎ এক্ষেত্রেও একটানা ৪ দিন ছুটির সুযোগ থাকবে।
১০, ১১ শনিবার, রবিবার ও এরপর সোমবার, এই ৪ দিন টানা ছুটি নিয়ে টুক করে কাছে পিঠে ঘুরে আসতে পারেন। এদিন গুলোয় বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ, অফিস, কাছারি বন্ধ থাকবে। এই ছুটি ছাড়াও মে মাসে শনি ও রবিবার মিলিয়ে মোট ১০টি ছুটি পাবেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: মানবাধিকার কমিশনের বাইরে ধর্না নয়! BJP সমর্থিত সংগঠনকে একগুচ্ছ শর্ত বেঁধে অনুমতি দিল হাইকোর্ট
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। জুন মাসে সেরম কোনো দিন নেই। এরপর আবার ২০২৫ সালে মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি পাবেন না।
ভিডিও দেখুন: https://youtu.be/AaX86_tUwDg?si=ycvBGxQ70CdDhk8h
পুজোর ছুটি
২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।