ডিসেম্বরেই লক্ষ্মীলাভ! এই প্রকল্পে মোটা টাকা দেবে রাজ্য সরকার! কাদের অ্যাকাউন্টে ঢুকবে?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য। টাকা বরাদ্দ না করার অভিযোগও উঠেছে বহুবার। এমতাবস্থায় বহু প্রকল্পে (Government Scheme) কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনই একটি স্কিমে আগামী ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে।

  • বছর শেষের আগে কোন প্রকল্পে (Government Scheme) টাকা দেবে রাজ্য?

রাজ্যের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, আগামী ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই এর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্য সরকারের (Government of West Bengal) টাকা দেওয়ার বিষয়ে গ্রামে গ্রামে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছর লোকসভা নির্বাচনের প্রচারের সময়ই আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফ থেকে বাড়ি তৈরির টাকা দেওয়ার যে কথা মমতা বলেছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। কোনও যোগ্য মানুষ যাতে বঞ্চিত না হন, মুখ্যমন্ত্রী সেটা সুনিশ্চিত করতে চাইছেন বলে খবর।

আরও পড়ুনঃ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা! দীপাবলির আবহে ফানুস নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা পুলিশের

রিপোর্ট অনুযায়ী, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বিলি করার আগে ফের একবার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা। তালিকা থেকে যে নামগুলি বাদ গিয়েছে সেগুলি ফের একবার রি-চেক করার কথা বলেছেন বলে খবর। জানা যাচ্ছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই মর্মে নির্দেশ দিয়েছেন।

Government of West Bengal Government scheme Awas Yojana

এদিকে সম্প্রতি আবাস যোজনা সংক্রান্ত বৈঠকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Government Scheme)। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেকটা অভিযোগের যথাযথ উত্তর দিতে হবে। সমীক্ষার উদ্দেশ্য উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে না। মনে রাখতে হবে, এই টাকা রাজ্য সরকার দিচ্ছে’। এদিকে আবাস যোজনায় রাজ্যের কয়েকটি জেলার কিছু কিছু ব্লকে ৯৯ শতাংশ অবধি তালিকা থেকে বাতিল হয়েছে বলে খবর। এই নিয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যসচিব এবং পঞ্চায়েত সচিব বলেন, যেখানে যেখানে এমন ঘটনা ঘটেছে, সেখানে ফের সমীক্ষা এবং যাচাইয়ের কাজ করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর