বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে আশি, রাজ্যের প্রায় সকল মানুষের জন্যই কোনও না কোনও প্রকল্প (Government Scheme) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মহিলাদের জন্য যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো স্কিম শুরু করা হয়েছে। তেমনই ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতীদের জন্যেও বেশ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য। শীঘ্রই এমনই একটি স্কিম ‘হাজার কোটির ক্লাবে’ এন্ট্রি নিতে চলেছে।
‘হাজার কোটির ক্লাবে’ প্রবেশ করতে চলেছে রাজ্যের কোন প্রকল্প (Government Scheme)?
২০২৩ সালের ১ এপ্রিল থেকে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করা হয়েছিল। রাজ্য সরকারের এই স্কিমের বয়স এখনও ২ বছর হয়নি। কিন্তু তার আগেই নয়া নজির গড়তে চলেছে। বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চালু করা এই স্কিম শীঘ্রই ‘হাজার কোটির ক্লাবে’ প্রবেশ করতে চলেছে।
রিপোর্ট বলছে, ইতিমধ্যেই রাজ্য সরকারের এই স্কিমের অধীন প্রায় ৮০০ কোটি টাকা ঋণ অনুমোদন হয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে চলা ‘শিল্পের সমাধানে’ শিবির শেষ হয়েছে। বিগত প্রায় ১ মাস ধরে এই শিবির চলছিল। জানা যাচ্ছে, এই শিবিরের মাধ্যমে আরও প্রায় দেড় লক্ষ যুবক-যুবতী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card) প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন।
আরও পড়ুনঃ মমতার এক ‘টিপসে’ই হু হু করে বেড়েছে বোরোলিনের বিক্রি! কীভাবে? অবাক করবে সেই গল্প
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সি ব্যক্তিদের সহজ শর্তে জামানতমুক্ত এবং ভর্তুকিযুক্ত ঋণ প্রদান করা হয়। সেই অর্থ দিয়ে তাঁরা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পথচলা শুরু করতে পারেন। ‘শিল্পের সমাধানে’ শিবিরে রাজ্যের যুবক-যুবতীরা যেভাবে এই প্রকল্পের প্রতি আগ্রহ দেখিয়েছেন, তাতে প্রশাসনের অনুমান, আগামী জানুয়ারি মাসের মধ্যেই সহজ শর্তে ঋণ দেওয়ার অঙ্ক হাজার কোটি পেরিয়ে যাবে।
রিপোর্ট বলছে, এখনও অবধি কোনও রাজ্য সরকারের চালু করা এই রকম প্রকল্প এত কম সময়ের মধ্যে ‘হাজার কোটি ক্লাবে’ এন্ট্রি নেওয়ার রেকর্ড নেই। তাই সেদিক থেকে দেখলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দুর্দান্ত একটি নজির গড়তে চলেছে।
জানা যাচ্ছে, ‘শিল্পের সমাধানে’ শিবির থেকে প্রায় দেড় লক্ষ মানুষ ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্পের (Government Scheme) আবেদনপত্র নিয়েছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে ৪০,০০০ আবেদন জমা পড়ে গিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে আবেদন যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।