বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল! মার্চ মাস থেকেই হু হু করে চড়ছে দক্ষিণবঙ্গের পারদ। এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা দায়। অনেকে আবার এখন থেকেই এসি চালানোর চিন্তাভাবনা করছেন। এদিকে গরম বাড়তেই ঊর্ধ্বমুখী বিদ্যুতের বিল (Electricity Bill)। এতে চিন্তা বাড়ছে অনেকের। তবে আপনি কি জানেন, বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের চাপ কমাতে একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)? আজ সেই স্কিম নিয়েই আলোচনা করা হবে।
রাজ্যবাসীর জন্য ধামাকা প্রকল্প সরকারের (Government of West Bengal)!
তেরো থেকে তিরাশি, রাজ্যের প্রায় সকল মানুষের জন্যই একাধিক প্রকল্প চালু করেছে সরকার। মহিলা থেকে শুরু করে শিশু প্রায় প্রত্যেকের জন্যই নেওয়া হয়েছে বহু উদ্যোগ। ২০২০ সাল নাগাদ যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছিল। সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের।
আরও পড়ুনঃ তৃণমূলের পাল্টা বড় পদক্ষেপ! এবার পথে নামতে চাইছে BJP! হঠাৎ কী হল?
রাজ্য সরকারের এই স্কিমের নাম হল ‘হাসির আলো’ (Hasir Alo)। এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন এই রাজ্যের বহু মানুষ। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে। এই উপভোক্তারা যদি ‘হাসির আলো’ প্রকল্পে আবেদন করেন, তাহলে তাঁরা প্রত্যেক মাসে তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেটা চলুন জেনে নেওয়া যাক।
রাজ্য সরকারের (Government of West Bengal) ‘হাসির আলো’ স্কিমে নাম লেখাতে হলে যথাযথ নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই স্কিমে আবেদন করা যায়। সেখানে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন ইচ্ছুক উপভোক্তা।