বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে শুরু করে আশি, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক মানুষের কথা মাথায় রেখেই কোনও না কোনও প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে সবুজ সাথী, স্বাস্থ্যসাথী- রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের উদাহরণ রয়েছে প্রচুর। এবার এমনই একটি স্কিম নিয়ে সামনে এল বড় খবর!
সরকারি এই প্রকল্প (Government Scheme) নিয়ে নয়া আপডেট!
আজ রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। ৬০ বছরের বেশি মানুষ, যাদের কর্মক্ষমতা কমে এসেছে তাঁদের কথা মাথায় রেখে এই স্কিম চালু করা হয়েছিল। রাজ্যের বয়স্ক মানুষরা যাতে আর্থিকভাবে খানিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই কারণে এই প্রকল্পের সূচনা। এবার এই বার্ধক্য ভাতা (Old Age Pension) নিয়েই রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবার নতুন উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তাকে এই স্কিমের (Government Scheme) আওতায় আনা হবে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই এই সকল প্রক্রিয়া শেষ করা হবে। সরকারি এই স্কিমের টাকা যাতে সবার অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘টাকা দিচ্ছে কারা?’ জুনিয়র চিকিৎসকদের অ্যাকাউন্টে কত টাকা? অঙ্কটা ফাঁস করলেন কুণাল
উল্লেখ্য, বার্ধক্য ভাতা প্রকল্পের অধীন রাজ্যের ৬০ থেকে ৮০ বছর বয়সি বৃদ্ধ বৃদ্ধাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। সেই টাকার কিছুটা কেন্দ্রীয় সরকার দেয় এবং কিছুটা রাজ্য সরকার (Government of West Bengal) প্রদান করে। রিপোর্ট অনুসারে, কেন্দ্রের তরফ থেকে ৩০০ টাকা করে দেওয়া হয় এবং বাকি টাকা রাজ্য সরকার দেয়।
৮০ বছরের বেশি বয়সি উপভোক্তাদের ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্র ৫০০ টাকা দিয়ে থাকে বলে খবর। জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে ১৫০ কোটি টাকা খরচ হয়। এবার সেই স্কিমের (Government Scheme) অধীন আরও দেড় লক্ষ প্রবীণ নাগরিককে আনা হচ্ছে বলে খবর। তবে নতুন করে এই স্কিমের টাকা কারা পাবেন, সেই জিনিসটি চূড়ান্ত করতে দরকারি সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।