একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকা! কবে অ্যাকাউন্টে ঢুকবে? রইল হাতেগরম আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ তেরো থেকে তিরাশি, রাজ্যের সব বয়সের মানুষের জন্যই কোনও না কোনও প্রকল্প চালু করেছে সরকার। বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। তাঁদের সুবিধার্থেও একাধিক স্কিম শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প (Government Scheme) হল তরুণের স্বপ্ন। এর মাধ্যমে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের তথা একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে দেওয়া হয়।

  • অ্যাকাউন্টে কবে ঢুকবে ১০,০০০ টাকা (Government Scheme)?

চলতি বছর ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল। তবে সরকারের তরফ থেকে তা স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে কবে সেই টাকা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু তখন জানানোও হয়নি। ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নয়া আপডেটের দিকে তাকিয়ে রয়েছেন।

   

বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২৬ সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন টাকা দেওয়া শুরু করতে পারে শিক্ষা দফতর। প্রথমে দ্বাদশ শ্রেণি, এরপর একাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে এই প্রকল্পের (Government Scheme) টাকা আসবে বলে দাবি করা হয়। তবে এখনও অবধি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা আসেনি।

আরও পড়ুনঃ ‘৪১২ ফুটের দুর্গাও করতে পারেন, কিন্তু…’! এবার ‘সতর্ক’ করে দিলেন মুখ্যমন্ত্রী, কী নিয়ে জানেন?

২০২৩ সালে শিক্ষক দিবসের দিন একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পাঠিয়ে দিয়েছিল সরকার (Governmenrt of West Bengal)। ২০২২ সালে শিশু দিবস তথা ১৪ নভেম্বর এই টাকা দেওয়া হয়েছিল। চলতি বছর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা বলা হলেও তা স্থগিত করে দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর টাকা পাঠানো হবে শোনা গেলেও তেমনটা হয়নি।

Mamata Banerjee

এমতাবস্থায় অনুমান করা হচ্ছে, পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ ব্যস্ত রয়েছে সকলে। তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়, তাহলে শীঘ্রই শিক্ষা দফতরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে (Government Scheme)। আর যদি ২০২২ সালের মতো শিশু দিবসের দিন দেওয়ার কথা ভাবা হয়, তাহলে এখনও  বেশ কিছুটা সময় রয়েছে।

উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে ট্যাব কেনার পর ছাত্রছাত্রীদের তার বিল নিজেদের বিদ্যালয়ে জমা দিতে হয়। তবে বর্তমানে রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ অংশে বন্যার কারণে জনজীবন ব্যাহত। তাই বহু পড়ুয়া হয়তো এই সময় ট্যাব কিনতে পারবেন না বা কিনলেও হয়তো সেই বিল জমা করতে অসুবিধায় পড়তে পারে। সব মিলিয়ে তাই বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সরকারের তরফ থেকে তরুণের স্বপ্নের টাকা দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও অবধি এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। আপাতত সেটার দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর