বাংলা হান্ট ডেস্কঃ ৫০ থেকে ১০০। স্বেচ্ছায় রক্তদানে যাতে সাধারণ মানুষ আরও বেশি উৎসাহ পান সেই লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য দফতরের অধীন রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে রক্তদান শিবিরে রক্তদাতাদের (Blood Donors) খাবার বা টিফিনের জন্য বরাদ্দ ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা করা হচ্ছে।
বড় সিদ্ধান্ত রাজ্যের- Government of West Bengal
প্রসঙ্গত, ২০২৩ সালে রক্তদাতাদের জন্য বরাদ্দ খরচ ছিল ২৫ টাকা। সেই সময় তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল। আর এ বার ৫০ টাকা থেকে এক ধাক্কায় ১০০ টাকা করা হল। উদ্যোক্তারা এই বরাদ্দ অর্থ রক্তদাতাদের আরও ভাল ভাবে আপ্যায়ন করতে ব্যবহার করতে পারবেন। এর ফলে রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান করতে আরও উৎসাহী হবেন। একই সাথে রক্তদানের হারও বাড়বে।
রাজ্য সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের সঙ্গে কথা বলার পর, রক্তদাতাদের জন্য রিফ্রেশমেন্টের খরচ বাড়ানো দরকার এই বিষয়ে আমি অবগত হই। বিধানসভায় আমি পর পর দু’দিন এই দাবি উত্থাপন করেছিলাম। এর পরই স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে”
সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বিধায়ক বলেন, “স্বাস্থ্য দফতর জানিয়েছে, রক্তদাতাদের টিফিনের জন্য বরাদ্দ ১০০ টাকা করা হয়েছে। আমি এর জন্য স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: ‘সৌমিত্র খাঁ’-এর নাম করে প্রতারণা? বিরাট কান্ড সোশ্যাল মিডিয়ায়, খোলসা করলেন সাংসদ নিজে
নওশাদের কথায়, “এটি শুধু আমার দাবি ছিল না, যারা বছরের পর বছর রক্তদান শিবিরের আয়োজন করে তাদেরও দাবি ছিল। বিশেষত, করোনা অতিমারির সময় এই সংগঠনগুলোর ভূমিকা আমরা সবাই দেখেছি।” রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে রক্তদানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান বিধায়ক।
দিলীপকে সমর্থন হুমায়ুন কবীরের! শুনেই BJP নেতা বললেন, কে…