বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের (Government of West Bengal) নিজস্ব ক্ষমতা রয়েছে। আমরা রাজ্যকে সেই ক্ষমতা স্মরণ করাতে এখানে বসে নেই। এবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। যাদবপুর কাণ্ডের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় এই মন্তব্য করেন তিনি।
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যা হল…
গত শনিবার থেকে অচলাবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে উচ্চ আদালত অবধি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অচলাবস্থা কাটাতে দায়ের করা হয় জনস্বার্থ মামলায়। সেই সঙ্গেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন ফের যাদবপুরকে সচল করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আইনজীবী অর্ক নাগের করা সেই জনস্বার্থ মামলায় কোনও প্রকার হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রধান বিচারপতি পরিষ্কার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে। রাজ্যকে সেই ক্ষমতা মনে করানোর জন্য আমরা এখানে বসে নেই’।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?
জানা যাচ্ছে, এদিন প্রধান বিচারপতির কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন আইনজীবী অর্ক। তিনি দাবি করেন, পড়ুয়াদের আন্দোলনের কারণে আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। চূড়ান্ত অচলাবস্থা সেখানে। পরিবারের চাপে উপাচার্য আসছেন না।
পাল্টা প্রধান বিচারপতি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) অবস্থা তিনি খবরে পড়েছেন। বিচারপতি শিবজ্ঞানমের কথায়, এখানে কী করা যায়! এখানে ভোট হয়নি। একদম ল অ্যান্ড অর্ডারের বিষয় । পুলিশ আসুক।
মামলাকারী আইনজীবী এদিন বলেন, ভেতরে প্রবেশের চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল। গেটের নিরাপত্তা কর্মীরা প্রত্যেকদিন মার খাচ্ছেন। একথা শুনে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। ওরা প্রত্যেকে ছাত্র’। এরপরেই তিনি বলেন, ‘রাজ্যকে পদক্ষেপ করতে দিন। রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতা রয়েছে। কী ক্ষমতা আছে সেটা তাদেরকে জানাতে আমরা এখানে বসে নেই’।