চিকিৎসকদের জন্য বড় খবর! নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের, তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের জেরে বর্তমানে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা কার্যত কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। অপরাধীর কঠোর শাস্তি এবং নিরাপত্তার দাবি তুলে গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা। এই আবহে এবার চিকিৎসকদের উদ্দেশে কড়া বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর (Government of West Bengal)।

চিকিৎসকদের উদ্দেশে জারি করা বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (Government of West Bengal)?

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ। আরজি করের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য নানান সরকারি হাসপাতালে। এমতাবস্থায় রবিবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হল।

   

আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর রাজ্যের সকল হাসপাতালের চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। গতকালই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, সিনিয়র ডাক্তার এবং অচিকিৎসক কর্মীদের আপাতত ছুটি না নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ বুদ্ধবাবুকে নিয়ে বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের! ধন্য ধন্য করছে সকলে!

শুক্রবার ভোররাতে আরজি কর হাসপাতালের ভেতর এক তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। ইতিমধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে বলে খবর। তবে জানা যাচ্ছে, এই নারকীয় ঘটনায় এক নয়, বরং একাধিকজন জড়িত বলে অনুমান করছে পুলিশ।

Government of West Bengal Health Department

এদিকে হাসপাতালের ভেতর একজন চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর প্রতিবাদ স্বরূপ দোষীর শাস্তি, নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা। আস্তে আস্তে সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যান্য নানান হাসপাতালে। এরপরেই চিকিৎসকের উদ্দেশে নয়া নির্দেশিকা (Government of West Bengal) জারি করল স্বাস্থ্য দফতর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর