বাংলা হান্ট ডেস্কঃ স্টেথো ছেড়ে এবার খেলার ময়দানে নামতে চলেছেন চিকিৎসকরা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! এই প্রথম রাজ্যে এমনটা ঘটতে চলেছে। এবার রাজ্যের (Government of West Bengal) সমস্ত মেডিকেল কলেজগুলিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘খেলা হবে’। প্রসঙ্গত রাজ্যের শাসক দল তৃণমূলের বহু জনপ্রিয় একটি স্লোগান ‘খেলা হবে’। এই খেলা হবে স্লোগান প্রথম শোনা গিয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে।
স্টেথো ছেড়ে এবার খেলার ময়দানে রাজ্যের (Government of West Bengal) চিকিৎসকরা
বিশেষজ্ঞদের মতে এইভাবে রাজ্যের (Government of West Bengal) সমস্ত সরকারি মেডিক্যাল কলেজগুলিকে খেলার মধ্যে যুক্ত করতে পারা একটা বড় ব্যাপার। এতদিন পর্যন্ত চিকিৎসা করার বাইরে চিকিৎসকদের বিনোদনের তেমন কিছু থাকত না। ফলে কাজের জায়গায় ব্যাপক একঘেয়েমি তৈরি হয়। এই পরিস্থিতি কাটাতেই এবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে খবর।
বাংলার (Government of West Bengal) সব সরকারি মেডিক্যাল কলেজকে নিয়ে রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা করছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম। গত বছরের আরজি কর কাণ্ডের পর রাজ্যের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: একি কাণ্ড! মত্ত অবস্থায় রাস্তায় গড়াগড়ি! উর্দিধারী কলকাতা পুলিশের কান্ড দেখে ‘ছি ছি’ করছেন সবাই
গত বছরের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। তারপর তিলোত্তমার ন্যায়বিচারের দাবিসহ একাধিক দাবিদাওয়া নিয়ে বিরাট আন্দোলনে নেমেছিলেন চিকিৎসকরা। ধীরে ধীরে থীতু হয়েছে চিকিৎসকদের সেই আন্দোলন। একাধিক দাবিদাওয়া মেনে নিয়ে ইতিমধ্যেই কাটানো হয়েছে জটিল পরিস্থিতি।
আরজি কর কাণ্ডের পর সাহায্যের হাত বাড়িয়েছিল রাজ্য সরকার। ২৪ ঘণ্টার মধ্যে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেও গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে একই দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
চিকিৎসকদের খেলা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেছেন, ‘মেডিক্যাল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে দিয়েছেন। তা নিয়েই আমরা এগোচ্ছি। মেডিক্যাল কলেজগুলির সঙ্গে আলোচনা চলছে। তারপর দিনক্ষণ নির্ধারণ হবে’। একইসাথে তিনি জানিয়েছেন ফুটবল, ক্রিকেট–সহ নানা খেলা থাকবে ওই প্রতিযোগিতায়।
কদিন আগে রাজ্যের সব হাসপাতালের সরকারি চিকিৎসকদের সাথে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের বেতন, ভাতা বৃদ্ধি–সহ একাধিক বিষয় ঘোষণা করা হয়েছে। এবার স্বাস্থ্য দফতরের তরফে আয়োজন করা হচ্ছে আন্তঃমেডিক্যাল কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। ডাক্তারদের এই খেলা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন,‘পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি সবসময় ভাল।’ জানা যাচ্ছে, এই খেলার প্রস্তুতিতে মেডিক্যাল কলেজগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কলেজগুলির ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে অর্থ বরাদ্দের কথাও বলা হয়েছে। আর তাই মেডিক্যাল কলেজগুলিকে পরিকল্পনা তৈরি করে রাজ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।