অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫৫০০! ‘এই’ সরকারি কর্মীদের ভাতা বাড়াল রাজ্য! জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ গত মাসেই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ৪% হারে ডিএ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী এপ্রিল মাস থেকে ১৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন তাঁরা। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের একটি বিজ্ঞপ্তি জারি করা হল। এবার ভাতা বাড়ানোর ঘোষণা করল রাজ্য (Government of West Bengal)।

কোন কর্মীদের (Government Employees) ভাতা বাড়ানো হল?

আর কয়েকদিন পরেই দোল উৎসবে মেতে উঠবে বাংলা সহ গোটা দেশ। তার আগেই সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। একধাক্কায় বেশ খানিকটা বাড়ল মাসিক ভাতার পরিমাণ। সম্প্রতি প্রাণীসম্পদ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে।

রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীরা (Government Employees)। গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা দেন তাঁরা। এবার এই কর্মীদেরই ভাতা বাড়াল সরকার। বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে।

আরও পড়ুনঃ শুভেন্দুকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি শওকতের! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা

জানা যাচ্ছে, এতদিন অবধি প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীদের মাসিক ৫০০০ টাকা করে ভাতা (Allowance) দেওয়া হতো। তবে এবার একধাক্কায় আরও ৫০০ টাকা বাড়ানো হল। অর্থাৎ এবার থেকে মাসিক ৫৫০০ টাকা করে ভাতা পাবেন তাঁরা। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Nabanna Government of West Bengal Government employees

উল্লেখ্য, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীরা গ্রামের নানান বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন। গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত তাঁরা। জানা যাচ্ছে, বর্তমানে প্রায় ১৪,০০০ কর্মী এই পেশার সঙ্গে যুক্ত। সরকারের তরফ থেকে ভাতা বাড়ানোর ফলে অনেকখানি সুরাহা হবে তাঁদের।

রাজ্যের প্রাণীবন্ধু ও প্রাণীমিত্র কর্মীরা (Government Employees) নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলেই মাসিক ভাতা পান। সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন, বহুদিন ধরে সরকারকে ভাতা বাড়ানোর জন্য বলা হচ্ছিল। অবশেষে তাঁদের সেই দাবিকে মান্যতা দিল রাজ্য। বিজ্ঞপ্তি জারি করে ভাতা বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর