অক্টোবরে ছুটিই ছুটি! ১৭ দিন বন্ধ থাকবে অফিস কাছারি! কোন কোন দিন খোলা আগেভাগেই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। ২ অক্টোবর তথা গান্ধী জয়ন্তীর দিন এই বছর মহালয়া পড়েছে। এদিন রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি রয়েছে। এরপর কয়েকটা দিন অফিস করে ফের ছুটি শুরু হয়ে যাবে। দুর্গাপুজোর জন্য একটানা লম্বা ছুটি দিয়েছে সরকার (Government of West Bengal)। হিসেব বলছে, চলতি মাসে ৩১ দিনের মধ্যে ১৭ দিনই বন্ধ থাকবে অফিস কাছারি!

  • অক্টোবরে কোন কোন দিন ছুটি (Government of West Bengal)?

চলতি বছর চতুর্থীর (৭ অক্টোবর) দিন থেকে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছে। এমনিতে সাধারণত সপ্তমী থেকে ছুটি শুরু হয়। তবে চলতি বছর চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন বাড়তি ছুটি পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। এদিকে যারা শনিবার ছুটি পান, তাঁদের ৫ অক্টোবর থেকেই আদতে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।

সপ্তমী, অষ্টমী-নবমী এবং দশমীর দিনও বন্ধ থাকবে সরকারি অফিস কাছারি (Government of West Bengal)। এরপরেও অবশ্য ছুটি চলবে। কারণ ১৩ অক্টোবর রবিবার পড়েছে। সেদিন এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। ১৪ এবং ১৫ অক্টোবর বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পরের দিনই রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো।

আরও পড়ুনঃ মহালয়ার ভোর থেকেই ঝমঝমিয়ে শুরু! ৫ জেলায় জারি সতর্কতা! আজ কোথায় কোথায় বৃষ্টি?

১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য বন্ধ থাকবে সরকারি অফিস কাছারি (Government Holiday)। এরপর ১৭ এবং ১৮ অক্টোবর দু’দিন বাড়তি ছুটি রয়েছে। এরপর বহু অফিসে আবার শনিবার ছুটি থাকে। তাদের ছুটি শেষ হবে একেবারে ২১ অক্টোবর। দুর্গাপুজোর এই লম্বা ছুটির রেশ কাটতে না কাটতেই আবার রয়েছে কালীপুজো।

Government of West Bengal

আগামী ৩১ অক্টোবর কালীপুজোর জন্য ছুটি দেওয়া হয়েছে। এরপর ভাইফোঁটার জন্যেও ছুটি (Holiday) দিয়েছে সরকার। তবে সেই ছুটি অক্টোবর নয়, বরং নভেম্বর মাসে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে, চলতি অক্টোবর মাসে প্রায় তিন সপ্তাহ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

যে সকল সরকারি অফিস শনিবার ছুটি থাকে না, সেখানকার কর্মীরা একটানা ১৭ দিন ছুটি পাবেন। অন্যদিকে যেখানে শনিবার অফিস বন্ধ থাকে, সেখানে তো আরও বেশি ছুটি মিলবে (Government of West Bengal)। একটানা লম্বা ছুটি আর হাতেগোনা কয়েকটা দিন কাজ, মোটামুটি এইভাবেই অক্টোবর মাসটা কাটাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর